<p style="text-align:justify">গাছপালা রক্ষা ও বৃক্ষরোপণে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ বরগুনার বেতাগী উপজেলা শাখা। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের এ কর্মসূচি পালিত হয়। </p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এ সময় বিদ্যালয়ের মাঠের চারপাশে আম, পেয়ারা, আমলকী, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। এ ছাড়া এ সময় পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব এবং পলিথিন ব্যাগ বর্জনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ধারণা দেওয়া হয়।</p> <p style="text-align:justify">বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস,  সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি আলহাজ মো. কামাল হোসেন খান, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সহকারী শিক্ষক মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক মো. ফাইজুর রহমান, সহকারী শিক্ষক মো. আল মামুন, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক কমলেশ চন্দ্র শীল, সহকারী গ্রন্থাগারিক আয়শা সিদ্দিকা, সহকারী শিক্ষক বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান,  বিদ্যালয়ের কর্মচারী স্বপন সিকদার, আব্দুল আজিজ, রিনা রানী, শিক্ষার্থী মো. রাকিবুল হাসান,  সুমাইয়া আক্তার, ঝুমা ঘরামী, বর্ন হাওলাদার ও অশোক শিয়ালীসহ আরো অনেকে।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন খান  বলেন, পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। মানুষের বেঁচে থাকতে গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের ফলে ক্রমেই গাছপালার সংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রভাবে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, অকল্পনীয় হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা।</p> <p style="text-align:justify">প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য করে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা আজ যে বড় গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করি, তা আমাদের লাগানো গাছ নয়। তাই আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে এখনই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। </p> <p style="text-align:justify">প্রধান শিক্ষক আরো বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই মহতী আয়োজনে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধে বিষয় শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা পেয়েছে।’</p>