<p>বসুন্ধরা শুভসংঘ বরগুনার বেতাগী উপজেলা শাখার আয়োজনে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পলিথিন ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়।</p> <p>আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় এ সচেতনতামূলক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে পলিথিন ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন খান।</p> <p>পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ‘পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব।’ এ সময় তিনি পলিথিন ব্যবহার করলে কী ক্ষতি হয় তা তুলে ধরেন। এ ছাড়া পলিথিনের বিকল্প হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি তা নিয়েও আলোচনা করেন।</p> <p>তিনি আরো বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই মহতী আয়োজনে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা পেয়েছে।’</p> <p>বসুন্ধরা শুভসংঘের সভাপতি কামাল হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর যে প্রভাব পড়েছে তা আমরা বুঝতে পারছি। সে জন্য পরিবেশ রক্ষা করা ছাড়া আমাদের বিকল্প নেই। তাই এই ধরনের উদ্যোগগুলো আমাদের গ্রহণ করতে হবে।’</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন খান, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সহকারী শিক্ষক মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক মো. ফাইজুর রহমান, সহকারী শিক্ষক মো. আল মামুন, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক কমলেশ চন্দ্র শীল, সহকারী গ্রন্থাগারিক আয়শা সিদ্দিকা, সহকারী শিক্ষক বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান, বিদ্যালয়ের কর্মচারী স্বপন সিকদার, আব্দুল আজিজ, রিনা রানী, শিক্ষার্থী, নীলা, সানজিদা, সুমাইয়া আক্তার, শুকরিয়া আক্তার, তৃণা হাওলাদার, বর্নি মিস্ত্রীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।</p>