<p style="text-align:justify">বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে শহরের উলিপুর আমেরিয়া সমতুল্ল্যাহ মহিলা সিনিয়র (ফাজিল) মাদরাসার সভাকক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ। তিনি তার বক্তৃতায় ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি অরাজনৈতিক-সামাজিক এই সংগঠনটির পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, যত্রতত্র পলিথিন ব্যবহার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাই পাটজাত পণ্যের মাধ্যমে বিকল্প তৈরি করতে হবে। আর সেটি ব্যবহারে গণসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় উপস্থিত শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ পলিথিন ব্যবহার না করার অঙ্গীকার করেন।</p> <p style="text-align:justify">ক্যাম্পেইন অনুষ্ঠানে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, বাজারে যাওয়ার সময় বাড়ি থেকেই পাটজাত পণ্যের ব্যাগ সঙ্গে নিয়ে যেতে হবে। পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে। তাহলে পলিথিন ব্যবহার বিরোধী জনমত গড়ে উঠবে। এক্ষেত্রে গণসচেতনতার তৈরির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।</p> <p style="text-align:justify">শিক্ষার্থী ফাহমিদা আক্তার বলেন, দৈনন্দিন জীবনযাপনে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের প্রয়োজন হয়। তাই এর বিকল্প তৈরি করতে হবে। অন্যথায় পলিথিন ব্যবহার ঠেকানো যাবে না। এটি ঠেকানো না গেলে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কারণ, পলিথিন পচে না এবং মাটির উর্বরতা নষ্ট করে।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-  উলিপুর আমেরিয়া সমতুল্ল্যাহ মহিলা সিনিয়র (ফাজিল) মাদরাসার প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক জিল্লুর রহমান, দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম, হাবিবুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, ডা. গোলাম সারোওয়ার প্রমুখ।<br />  </p>