<p>আসসালামু আলাইকুম। আজ আমি বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যখন আমি এসএসসি পরীক্ষায় ভালো ফল করি, তখন বসুন্ধরা গ্রুপ আমাকে উচ্চমাধ্যমিকে পড়াশোনার জন্য বৃত্তি প্রদান করে। এই বৃত্তি আমার জীবনে একটি বিশেষ মুহূর্ত হয়ে আসে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং পড়াশোনার প্রতি আমার স্বপ্ন ও আত্মবিশ্বাসকে জাগ্রত করেছে।</p> <p>আমি জানি, কেবল প্রেরণা পেলেই সাফল্য আসে না; প্রয়োজন সঠিক সুযোগ। বসুন্ধরা শুভসংঘ আমাকে সেই সুযোগটি দিয়েছে। এটি আমাকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস জুগিয়েছে এবং প্রতিটি বাধা অতিক্রম করার আত্মবিশ্বাস দিয়েছে।</p> <p>উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সময় নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তবে বসুন্ধরা গ্রুপের এই সহায়তা আমার পথচলায় আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। প্রতিটি পরীক্ষার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি, কারণ জানতাম আমার সাফল্যের পেছনে বসুন্ধরা শুভসংঘের অবদান রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি।</p> <p>এই সাফল্য শুধু আমার নয়; এটি তাদেরও, যারা আমার পাশে ছিলেন। বসুন্ধরা শুভসংঘের প্রতিটি সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তারা আমার মতো অনেক শিক্ষার্থীর জন্য স্নেহ ও সমর্থনের বাতিঘর হিসেবে কাজ করছেন।</p> <p>বৃত্তির মাধ্যমে তারা শুধু আমাকে নয়, আরও অনেক মেধাবী শিক্ষার্থীকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। এজন্য আমি তাদের প্রতি চিরকাল ঋণী থাকব। আপনাদের এই সহায়তা এবং সহযোগিতা আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, এই পথ চলা একদিন আরও বড় পরিসরে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।- মোহতাসিম বিল্লাহ</p> <p>প্রসঙ্গত, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও অনেক শিক্ষার্থী পড়ালেখায় অসামান্য সফলতা অর্জন করেছেন। বিভিন্ন মানুষের সহযোগিতায় ২০২২ সালে সফলতার সঙ্গে এসএসসি পাস করা শতাধিক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ অনিশ্চিত হয়ে পড়ে। দেশের বৃহত্তম শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরগুলো দেখে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।</p>