<p style="text-align:justify">বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হামলার বিচার দাবিতে ওই মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী ও অন্য শিক্ষার্থীরাও অংশ নেন।</p> <p style="text-align:justify">মানববন্ধনে উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. কামাল হোসেন খান বলেন, ‘বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীর ওপর বহিরাগত বখাটেদের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাই। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়ালেখা করতে পারে সে ব্যবস্থা করতে হবে।’</p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও উপজেলা কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সদস্য জসিম উদ্দিন, সজল মাহমুদ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী সামিরা আক্তার, তৃপ্তি চন্দনাসহ আরো অনেকে বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার এক শিক্ষার্থীকে কুপিয়ে রক্তাক্ত করে বখাটেরা। ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠানো হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে (শেবাচিম) ভর্তি করানো হয়। এই ঘটনার পর বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।</p> <p style="text-align:justify">অভিযুক্ত উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২২)।</p> <p style="text-align:justify">বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করা হয়েছে। ওইদিন বিকেলে প্রধান আসামি হাসান সিকদারকে গ্রেপ্তার করা হয়। সাতজনকে আসামি করে মামলা হয়েছে।’</p>