<p>বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামের মকবুল আহমদ সওদাগরের বাড়িতে বসবাস করেন সাকি আকতার (৩০)। তার পরিবারে একমাত্র কন্যাসন্তান রয়েছে। উপার্জনের মতো কোনো ছেলে সন্তান না থাকায় পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এই দুরবস্থা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ এগিয়ে আসে এবং খাদ্য সহায়তা দিয়ে তার পাশে দাঁড়ায়। খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত সাকি আকতার চোখের জল ধরে রাখতে পারেননি এবং শুভসংঘের সংশ্লিষ্ট সকলের জন্য আন্তরিক দোয়া করেন।</p> <p>শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শুভসংঘের ব্যানারে সাকি আকতারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।</p> <p>এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী উপজেলা শাখার সদস্য আফিফ চৌধুরী, মো. মোস্তফা সামি, মো. ইব্রাহিম, মো. মোবারক, মো. মুনকাইছির এবং কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস.এম. নাঈম উদ্দীন।</p> <p>স্থানীয়দের একজন বলেন, সাকি আকতারের কোনো ছেলে সন্তান নেই বলে ঘরে উপার্জনের কেউ নেই। আগে মানুষের বাড়িতে দাওয়াত পেলে সামান্য কিছু খাবার জুটত, কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ হওয়ায় সেই সুযোগও কমে গেছে। এই কঠিন সময়ে বসুন্ধরা শুভসংঘ তার পাশে দাঁড়িয়েছে জেনে আমরা সত্যিই আনন্দিত। আমরা আশা করি, শুভসংঘ এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াবে।</p> <p>সাকি আকতার বলেন, ঘরে রান্না করার মতো কোনো চাল ছিল না। ঠিক এমনই সময় চাল, ডাল, পিঁয়াজ, আলু ও সোয়াবিন তেল নিয়ে বসুন্ধরা শুভসংঘ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি শুভসংঘের সকল কর্মকর্তা ও সদস্যদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি।</p>