<p style="text-align:justify">ঢাকার বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য ২৫০ কেজি (৫ বস্তা) চাল উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। মাদরাসা কর্তৃপক্ষ বসুন্ধরা শুভসংঘের এ সহায়তা গ্রহণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।</p> <p style="text-align:justify">তারা জানায়, মসজিদ-মাদরাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। কেউ যদি মাদরাসায় দান করে, যত দিন ওই মাদরাসা চালু থাকবে, মাদরাসায় কোরআন-হাদিসের পাঠদান চালু থাকবে, তত দিন ওই দাতা ব্যক্তির আমলনামায় নেকি লেখা হতে থাকবে।</p> <p style="text-align:justify">তারা জানায়, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় প্রায় ৩০০০ শিক্ষার্থী লেখাপড়া করে। এর আগেও বসুন্ধরা গ্রুপ মাদরাসায় অনেক সহায়তা করেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান একজন দানবীর ও মহৎ হৃদয়ের মানুষ। তিনি নানাভাবে মাদরাসায় সাহায্য-সহযোগিতা করেন।</p> <p style="text-align:justify">মাদরাসাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ‘আজ দেশসেরা বৃহত্তম সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে যে উপহার দেওয়া হলো আল্লাহ তাআ'লা যেন তা কবুল করেন। এই উত্তম কার্যক্রম সারা দেশব্যাপী যেন চলমান থাকে। আমরা বসুন্ধরা শুভসংঘের জন্য শুভকামনা জানাচ্ছি।’</p>