<p>শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গৌরীপুরে মোমবাতি প্রজ্বালন করে শহীদের স্মরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গৌরীপুর পৌর শহরে ‘বিজয় একাত্তর’ বেদিতে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।</p> <p>শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর শাখার সভাপতি শংকর ঘোষ পিলু বলেন, মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক ও সুশীল ব্যক্তিবর্গকে তুলে নিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশ ও জাতিকে মেধাশূন্য করা।</p> <p>স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত হত্যকাণ্ডের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ নিতে হবে।</p> <p>এই কর্মসূচিতে অংশ নেন সাংগঠনিক সম্পাদক অমিত সরকার, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম সাব্বির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।</p>