<p>চাঁপাইনবাবগঞ্জের রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চক্ষুশিবিরে চিকিৎসা দেওয়া হয়েছে দুই সহস্রাধিক রোগীকে। </p> <p>চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্যোগে এই এলাকার দরিদ্র রোগীদের এই চিকিৎসা দেওয়া হয়। সার্বিক সহায়তা করে ঢাকার ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।</p> <p>চক্ষুশিবিরে ৫০৬ জন রোগী নির্বাচিত করা হয়, যাদের ঢাকার বসুন্ধরা চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে ছানি (ক্যাটার্যাক্ট) অপারেশন করা হবে। বিনামূল্যে সংযোজন করা হবে লেন্স।  প্রয়োজনীয় ওষুধ, ড্রপ, চশমা দেওয়া হবে। </p> <p>শিবিরে নারীদের কাতারে দাঁড়ানো শিবগঞ্জ উপজেলার সতেররশিয়া গ্রামের মেসনারা বেওয়া (৭৫) বলেন, ‘জীবনে প্রথম চোখের ডাক্তার দেখাতে এসেছি। স্বামী মারা গেছেন অনেক আগে। ছেলেদের কাছে থাকি। চক্ষু ক্যাম্পের মাইকিং শুনে জানতে পারি। এরপর গ্রামের আরো ৮-১০ জনের সঙ্গে  ক্যাম্পে এসেছি।’</p> <p>একই এলাকার আমিনা বেগম (৭০) বলেন, ‘রাতে চোখে দেখি না। দিনে ঝাপসা দেখি। বাড়ির কাছে ডাক্তার আসায় দেখাতে এসেছি। শহরে যেয়ে খরচ করে দেখাতে পারব না।’</p> <p>বসুন্ধরা আই হসপিটালের ১০ জনের টিমপ্রধান ডা. মজুমদার গোলাম রাব্বি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ এসে ভালো লাগছে। আয়োজকরা অতিথি পরায়ণ। ক্যাম্পের পরিবেশ চমৎকার।’</p> <p>কলেজের শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী শিবিরে নিরলসভাবে স্বেচ্ছাসেবীর কাজ করছে। দ্বিতীয় বর্ষের আনিকা বললেন, মানুষের সেবায় কাজ করতে ভালো লাগে। গত বছরও  ক্যাম্পে স্বেচ্ছাসেবী ছিলাম। </p> <p>চিকিত্সা সহায়তা কেন্দ্রের কোষাধ্যক্ষ এবং শিবিরের অন্যতম সংগঠক জহিরুল ইসলাম মাখন বলেন, ‘শুরু থেকে চিকিৎসাসেবা কেন্দ্রের সঙ্গে আছি। প্রচার-প্রচারণাসহ সাংগঠনিক সব কাজই করি। ঢাকায় রোগী নিয়ে যাই।’</p> <p>এর আগে সকাল সাড়ে ১০টায় কলেজ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে চিকিত্সা সহায়তা কেন্দ্রের সভাপতি ডা. আনোয়ার জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, কলেজ অধ্যক্ষ রফিউজ্জামান, সাবেক অধ্যক্ষ মো. নুহু, ইউপি চেয়ারম্যান রহমত আলী, স্থানীয় সমাজসেবী ডা. আইনাল হক প্রমুখ।</p>