ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ফিল্মি স্টাইলে চলন্ত বাস থেকে ডাকাতদল গ্রেপ্তার, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফিল্মি স্টাইলে চলন্ত বাস থেকে ডাকাতদল গ্রেপ্তার, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
সংগৃহীত ছবি

সম্প্রতি, ফিল্মি স্টাইলে চলন্ত বাস থেকে ডাকাতির সময়ে ডাকাত দলকে গ্রেপ্তার করছে হাইওয়ে পুলিশ- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যনার এক প্রতিবেদনে জানায়, হাইওয়ে পুলিশ কর্তৃক বাসে ডাকাত আটকের দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়। বরং এটি হাইওয়ে পুলিশের একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিও। এই ঘটনার প্রচারণামূলক ভিডিওটি ২০২৩ সাল থেকে হাইওয়ে পুলিশের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Ishat Vlogs’ নামক ইউটিউব অ্যাউন্টে ২০২৩ সালের ২৭ মে প্রচারিত এবং ‘কনটেন্ট ইউজার 100k’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ আগস্ট প্রচারিত একই ঘটনার ভিন্ন দুটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

আরো পড়ুন
‘বাঁচতে চাইলে এক লাখ টাকা বিকাশ করো’

‘বাঁচতে চাইলে এক লাখ টাকা বিকাশ করো’

 

তবে, ভিডিও দুটিতে ডাকাত ধরার পড়ার দৃশ্য দাবি করা হলেও ভিডিও দুটি পর্যবেক্ষণ করে তা কোনো শ্যুটিংয়ের ভিডিও বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে, ‘HIGHWAY POLICE’ এর ফেসবুক পেজে ২০২৩ সালের ২০ আগস্ট ‘হাইওয়ে পুলিশ কুইক রেসপন্সে মাত্র ১০ মিনিটে সর্বদা যে কোনো ঘটনাস্থলে পৌঁছে যায়’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিও। 

সুতরাং, হাইওয়ে পুলিশের পুরোনো একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিওকে সাম্প্রতিক আসল ঘটনা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

‘ভোটাধিকার প্রয়োগের নূন্যতম বয়স ১৬ করতে হবে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ভোটাধিকার প্রয়োগের নূন্যতম বয়স ১৬ করতে হবে’
সংগৃহীত ছবি

ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক রিফাত রশীদ।

শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

রিফাত বলেন, ভোটাধিকার প্রয়োগের নূন্যতম বয়স ১৮ থেকে সরিয়ে ১৬ করতে হবে। যেই জেন-জি জেনারেশন হাসিনা হটাতে পেরেছে, তাদের ভোটাধিকার প্রয়োগের এখতিয়ার দিতে হবে।

আরো পড়ুন
৩ মে থেকে কামিল পরীক্ষা শুরু

৩ মে থেকে কামিল পরীক্ষা শুরু

 
প্রাসঙ্গিক
মন্তব্য

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : আসিফ মাহমুদ
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।

আজ শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এসব কথা লিখেন। পোস্টে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানান তিনি।

আরো পড়ুন
জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

 

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ভূঁইয়া লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে।

আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।’

তিনি আরো লিখেন, ‘গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।

আরো পড়ুন
বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি দিয়ে  আ. লীগ নেতার ভূরিভোজ

বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি দিয়ে আ. লীগ নেতার ভূরিভোজ

 

এর আগে আজ আরেক পোস্টে উপদেষ্টা আসিফ লিখেন, ‘আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।’

মন্তব্য

যে কোনো ‍মূল্যে আ. লীগ নিষিদ্ধ করতে হবে : সাদিক কায়েম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যে কোনো ‍মূল্যে আ. লীগ নিষিদ্ধ করতে হবে : সাদিক কায়েম
ফাইল ছবি

যে কোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ওই পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘আমাদের চোখের সামনে শহীদের লাশগুলো এখনো জীবন্ত। এত রক্ত, এত কুরবানির পরও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়— জুলাইয়ের ছাত্র-জনতা আবারো রাজপথ দখল করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরো বলেন, ‘যে কোনো মূল্যে খুনী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনীতি টিকিয়ে রাখার জন্য আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান, মুগ্ধ ও রিয়া গোপরা জীবন দেয়নি।’

মন্তব্য

আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গ, যা বললেন রাফে সালমান রিফাত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গ, যা বললেন রাফে সালমান রিফাত
ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইটস ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।

তিনি বলেন, ‘তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে। জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে। শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে। ৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
আওয়ামী লীগ ৫ আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে : হাসনাত

আওয়ামী লীগ ৫ আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে : হাসনাত

 

রাফে আরো লিখেছেন, ‘২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে। গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।আওয়ামী লীগ আগে এগুলো ফিরিয়ে দিক।

তারপর ফিরে আসুক।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ