‘হাসানাহ ফাউন্ডেশন’ নামে একটি প্রকল্প শুরু করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি।শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।
আজহারি বলেন, আলহামদুলিল্লাহ, একটি সুসংবাদ শেয়ার করতে যাচ্ছি কুরআন নাযিলের এই বরকতময় মাসে। আমাদের পূর্ব ঘোষিত শিক্ষা প্রকল্পের কোড নেইম ছিল ‘প্রজেক্ট আলফা’।
আলোকিত প্রজন্ম গড়ার এই প্রকল্পের অফিসিয়াল যাত্রা আমরা শুরু করেছি ‘হাসানাহ ফাউন্ডেশন’ নামে।
আরো পড়ুন
রিকশা থামিয়ে এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
তিনি বলেন, নিরক্ষরতামুক্ত একটি টেকসই ও আদর্শিক-সমাজ গঠনের দৃঢ়প্রত্যয় নিয়ে যাত্রা শুরুর এই মহাপরিকল্পনায় আছে— ইনটিগ্রেটেড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেনডেড উইথ ইসলামিক কারিকুলাম, সিরাহ মিউজিয়াম-সহ বহুমুখী শিক্ষা কার্যক্রম। এছাড়াও থাকছে মক্তব, স্কুলিং, কোর্স, সেমিনার, ওয়ার্কশপ, রিসার্চ ও স্কলারশিপ প্রোগ্রামের মতো আরো অনেক ধরণের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম।
তিনি আরো বলেন, হাসানাহ ফাউন্ডেশনের প্রয়োজনীয় আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে যুক্ত হোন।
ভিজিট করতে পারেন নতুন ওয়েবসাইটটিও। দানশীলতার পবিত্র এ মাসে মুক্তহস্তে ডোনেট করুন। ফাউন্ডেশন নিয়ে বিস্তারিত আলাপের বিশেষ ফেইসবুক লাইভের আয়োজন করা হবে খুব শীঘ্রই। লাইভের সময়সূচী পরবর্তী আপডেটে জানানো হবে ইনশাআল্লাহ।