জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইটস ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।
জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইটস ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।
তিনি বলেন, ‘তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে। জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে। শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে। ৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।
রাফে আরো লিখেছেন, ‘২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে। গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।আওয়ামী লীগ আগে এগুলো ফিরিয়ে দিক।
সম্পর্কিত খবর
সম্প্রতি, ‘মানুষ আমাদের ভোট দেয় না নির্বাচন দিয়ে কি করবো : গোলাম পরোয়ার’ শীর্ষক শিরোনামে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ‘মানুষ আমাদের ভোট দেয় না নির্বাচন দিয়ে কি করবো : গোলাম পরোয়ার’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলা ভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাংলা ভিশনের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলা ভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২০ মার্চ উল্লেখ করা হয়েছে।
বাংলা ভিশনের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিসম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বাংলা ভিশনের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ২০ মার্চ গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামায়াত : গোলাম পরওয়ার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতীত বাকি অংশের সাথে ফটোকার্ডটির হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, বাংলা ভিশনের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘মানুষ আমাদের ভোট দেয় না নির্বাচন দিয়ে কি করবো : গোলাম পরোয়ার’ শীর্ষক শিরোনামে বাংলা ভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
জিয়াউর রহমান বা তাহার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিঘাংসা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। শনিবার (২২ মার্চ) বিকেলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।
নাসির উদ্দীন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, মেজর জিয়াউর রহমান ভালো মানের সংগঠক এবং স্টেটসম্যান ছিলেন, এ বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের ন্যূনতম সন্দেহের অবকাশ নেই।
ক্ষমতা গ্রহণের পদ্ধতি বা উত্তর ব্লকের কাউকে জিয়াউর রহমানের থেকে উৎসাহ নেওয়ার প্রয়োজন মনে করি না উল্লেখ করে পাটোয়ারী আরো বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধিতে কেউ ভালো সংগঠক এবং স্টেটসম্যান হওয়ার সুযোগ আমাদের সামনে থাকা উচিত বলে আমি মনে করি।
আমাদের লড়াই গ্রাম থেকে উঠে আসা ছেলে-মেয়েগুলা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব গ্রহণ করুক। মাফিয়া তন্ত্র ও পরিবারতন্ত্র এর বেষ্টনীর বাইরে নতুন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সমাজ গড়ে উঠুক।
শেখ হাসিনা চারজনকে দলের খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে তারা দলের চার খলিফা হয়ে গেছেন বলে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাজমুল বলেন, ‘চারজনকে নেত্রী দায়িত্ব দিয়েছিল পার্টির খোঁজখবর রাখার, পরবর্তীতে তারা হয়ে গেল চার খলিফা। এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী) সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করল এবং সকল প্রকার অন্যায়ের সঙ্গে জড়িত হলো।
সেই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩/এ তে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে পার্টির মালিক সেজেছিল। অথচ তারা তাদের নির্বাচনী আসনটিতেই সামাল দিতে পারেনি। সে সময় ছাত্রলীগের সাবেক নেতারা ৩/এ বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল তা না হলে পাছার চামড়া একটারও থাকত না।’
নাজমুল লেখেন, ‘আমাদের সাবেক নেতাদের বলে গেল নেত্রীর কাছে যাচ্ছে বলে পালিয়ে চলে গেল অথচ একবারের জন্যও খবরও নিল না বল্লোও না যে তোমরা চলে যাও।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সমাবেশের ডাক দিয়েছেন।
শনিবার (২২ মাচ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ওই সমাবেশের ডাক দেন।
পোস্টে হাসনাত জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশ।
স্থান: শাহবাগ
সময়: ২২শে মার্চ, বিকাল সাড়ে ৩টা
আয়োজনে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর
।