সম্প্রতি, ‘মানুষ আমাদের ভোট দেয় না নির্বাচন দিয়ে কি করবো : গোলাম পরোয়ার’ শীর্ষক শিরোনামে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ‘মানুষ আমাদের ভোট দেয় না নির্বাচন দিয়ে কি করবো : গোলাম পরোয়ার’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলা ভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাংলা ভিশনের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলা ভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২০ মার্চ উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন
ইউনিয়ন পরিষদে জেলেদের ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা, লুটপাট
বাংলা ভিশনের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিসম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বাংলা ভিশনের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ২০ মার্চ গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামায়াত : গোলাম পরওয়ার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতীত বাকি অংশের সাথে ফটোকার্ডটির হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, বাংলা ভিশনের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘মানুষ আমাদের ভোট দেয় না নির্বাচন দিয়ে কি করবো : গোলাম পরোয়ার’ শীর্ষক শিরোনামে বাংলা ভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।