'কোচ বললেন, তোর নাম দিলাম চিতাবাঘ'

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
'কোচ বললেন, তোর নাম দিলাম চিতাবাঘ'
ফাইল ছবি

মনু নামটা স্মৃতির দুয়ার খুলে দিয়ে এক ঝটকায় নিয়ে যাবে ৩০-৩২ বছর আগে। ঢাকা স্টেডিয়ামের কোনো এক বিকেল, গ্যালারিতে গিজগিজ করছে মানুষ, এই আবাহনী-মোহামেডান ম্যাচ শুরু হলো বলে! সেই বুনো বিকেলে আবাহনীর টেনশনে মনু, মোহামেডানের শিহরণে মনু। সামান্য-সাধারণ খেটে-খাওয়া মনুই কয়েক বছর আবাহনী-মোহামেডানের মহারণে ছিলেন নায়কের বেশি কিছু। চিরকাল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো দু-দুটি গোল আছে আবাহনীর বিপক্ষে, আছে এমন আরো অনেক গোল।

অনেক দৌড়। অনেক ড্রিবলিং। সেই মনু আজ শুক্রবার লিভার সিরোসিসে আক্রান্ত মনু আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন।

আশির দশকের মাঠ কাঁপানো এই ফুটবলারকে নিয়ে গত বছর কালের কণ্ঠের প্রিন্ট সংস্করণে একটি দীর্ঘ সাক্ষাতকার ছাপা হয়েছিল।

আজ শোকের দিনটিতে সেই সাক্ষাতকারটি পুনরায় পাঠকদের জন্য প্রকাশ করা হলো। সাক্ষাতকারটি নিয়েছিলেন নোমান মোহাম্মদ।

প্রশ্ন : আপনার প্রসঙ্গ উঠতেই পুরনো দিনের ফুটবলপ্রেমীদের চোখে ভেসে ওঠে অপূর্ব সেই তিনটি গোল। ঢাকা লিগে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে পর পর দুই বছর এবং প্রেসিডেন্ট গোল্ড কাপে বাংলাদেশ সাদা দলের জার্সিতে চীনের বিপক্ষে গোলটি।

এই গোলগুলো দিয়েই সাক্ষাৎকারটি শুরু করি?

মনির হোসেন মনু : আমাকে তো 'মনু' বানিয়েছে ওই গোলগুলোই। তবে তিনটি না, সঙ্গে আরো একটি গোল আছে। ইস্টবেঙ্গলের বিপক্ষে গোলের কথা ভুলে গেলেন? ওদের গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি বোকা হয়ে যায় একেবারে।

প্রশ্ন : এই চার গোলের মধ্যে আপনার নিজের সবচেয়ে প্রিয় কোনটি?

মনু : ১৯৮৬ সালে আবাহনীর বিপক্ষে গোলটি।

প্রশ্ন : কেন?

মনু : কেন? সেই ছোটবেলা থেকে মোহামেডানের জানদার সমর্থক আমি।

সাদা-কালো জার্সিতে খেলাই আমার জন্য বিরাট সম্মানের। তার ওপর আবাহনীর বিপক্ষে গোল। খুশির কি কোনো শেষ আছে!

প্রশ্ন : না মানে জানতে চাইছিলাম, ওই গোলটিই সবচেয়ে প্রিয় কেন? আবাহনীর বিপক্ষে আগের বছরও তো গোল দিয়েছিলেন...

মনু : তা ঠিক। ওই গোলটি কেন প্রিয়? কেন সেরা? ৪০ গজ দূর থেকে শট মেরে গোল দিয়েছি, এটি একটি কারণ। আরেক কারণ হয়তো ওই ম্যাচে আমাদের জেতার কথা ছিল না। শিরোপার জন্য মোহামেডানের জিততেই হবে, ওদের ড্র করলে চলবে। আবাহনী সেবার অনেক ভালো দল। প্রেমলাল আড়াই প্যাঁচের ডজ মারে, পাকির আলী অসাধারণ খেলে, আসলাম ভাইয়ের মাথায় বল লাগালে গোল। তুলনায় মোহামেডান বেশ দুর্বল। বাদল ভাই, সালাম ভাই এমন কয়েকজন শুধু। তার ওপর ওই ম্যাচের আগে চিমা, মনোরঞ্জন, ভাস্কর গাঙ্গুলির মতো ফুটবলার ওরা নিয়ে আসে। মোহামেডানের অফিশিয়াল, কর্মকর্তা, সমর্থক সবাই তাই ধরে নেয়—আমরা হেরে যাব।

প্রশ্ন : আপনিও তাই ভেবেছিলেন?

মনু : আমি কখনো হেরে যাওয়ার কথা ভাবতাম না। এখানে মজার কিছু ঘটনা বলি। ম্যাচের দিন সকাল ১১টায় ক্লাবে আসেন মন্ত্রী স্বপন ভাই; উনি তখন মোহামেডানের প্রেসিডেন্ট। আমার পেটে ঘুষি মেরে বলেন, 'এই যে আমার ম্যারাডোনা আছে। ও আজ গোল করবে। আর আমরা দুই গোলে জিতব।' ক্লাব থেকে বেরোনোর সময় দেখি খাটিয়ায় করে একজনের লাশ নিয়ে যাচ্ছে। আমি তখন থেকে মাজারভক্ত; এখনো তেমন আছি। লাশ দেখলে যাত্রা শুভ হয়—এমন একটি ব্যাপার বিশ্বাস করতাম। অধিনায়ক বাদল ভাইকে বললাম, 'ভাই, লাশ দেখে ক্লাব থেকে বেরোচ্ছি, আজ অবশ্যই আমরা জিতব।' উনি বলেন, 'মনু, তুই এসব কী বলিস?' আমি বলি, 'হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। জিতে গেছি।' এরপর আমরা পুরো দল হাইকোর্ট মাজার, মিরপুর মাজারে গেলাম। ফিরে এসে মাঠে গিয়েই তো ওই গোল।

প্রশ্ন : গোলটি কিভাবে হয়, একটু যদি স্মৃতিচারণা করেন...

মনু : মাঠে ঢোকার সময় দেখি, আমাদের গ্যালারিতে সমর্থকদের মুখ শুকিয়ে আছে। কারো মুখে হাসি নেই। তখন মনে হলো, আমিও তো একসময় সমর্থক হয়ে ওই গ্যালারিতে বসে খেলা দেখেছি। আজ ওদের আনন্দ দিতে হবে। চিমা যখন 'কলার' ঝাড়া দিয়ে মাঠে নামে, ওদের গ্যালারি থেকে চিৎকার ওঠে 'চিমা চিমা'। সাংবাদিকরাও ছোটে ওদের ছবি তুলতে। আমাদের পাত্তাই দেয় না। আমি একজনকে ডেকে দুষ্টুমি করে বলি, 'কী ভাই, শুধু ওদের ছবি তোলেন কেন?'

প্রশ্ন : গোলটির পাস পান কার কাছ থেকে?

মনু : আগের পাঁচ-দশ মিনিট তো কোনো পাসই পাইনি। মেজাজ গরম, মাথামুথা খারাপ। মিডফিল্ডের ইলিয়াস  ভাই বল ছাড়েন না। হঠাৎ কায়সার হামিদের একটি থ্রু বল পাই লাইনে। মাঝমাঠের একটু পর, আবাহনীর গোললাইন থেকে অনেক দূরে। ওই সময়ে বল নিয়ে টান দিতেই এনায়েত ভাইয়ের কথা মনে পড়ে। আগেই বললাম না, আমি গ্যালারিতে বসে মোহামেডানের জন্য গলা ফাটানো সমর্থক। এনায়েত ভাইয়ের শ্যুটিংয়ের খুব ভক্ত। তা ছাড়া আগের বছর উনি আমাদের কোচ ছিলেন। তখন বলতেন, 'চেষ্টা করবে সব সময়। চেষ্টা না করলে তো গোল হবে না।' কায়সারের বল পেয়ে তাই মনে হলো, চেষ্টা করে দেখি না। একটা কাট করেই বল মেরে দিই 'ধাম' করে। ওদের গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি বুঝেও নাই কী হলো!

প্রশ্ন : এরপর?

মনু : এরপর আমার মরে যাওয়ার অবস্থা। সবাই এসে যে খুশিতে ওপরে উঠে যায়, পাঁচ মিনিট উঠতেই পারিনি। আমার এক বন্ধু আহমেদ। ও পরে বলেছে, 'মনু, তুই যখন গোল দিয়েছিস, ভিআইপি গ্যালারিতে তালি দিয়েছে প্রেসিডেন্ট এরশাদ। মনটা ভরে গিয়েছে। আমার বন্ধুর জন্য দেশের প্রেসিডেন্ট তালি দেয়! দোস্ত, তুই আমাদের গর্ব।' আমার মাইনাস থেকে ইলিয়াস ভাই আরেক গোল করে। জিতে যাই দুই গোলে। ক্লাবে ফেরার পর সমর্থকরা আমাকে পারে না মেরে ফেলে! মোহামেডানের বেশির ভাগ সমর্থক তো পুরান ঢাকার। সারাক্ষণ পান খায়। ওরা মুখে পিক নিয়েই আমাকে চুমা দিতে থাকে। আমার মুখ-জার্সি সব পানের পিকে লাল। তবু আমি খুশি। কারণ সমর্থকরাই তো সব; ওদের ছাড়া ফুটবলের কী মানে? দর্শক তালি না দিয়ে শিল্পী কি গান গেয়ে মজা পায়?

প্রশ্ন : আবাহনীর ভারতীয় গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি নাকি খেলা শেষে মাঠে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলেছেন অনেকক্ষণ। কী বলেছিলেন, মনে আছে?

মনু : ওরা তো মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে যেতে পারছিল না। আবাহনী সমর্থকরা ঢিল-টিল ছুড়ছিল। সে কারণে ভাস্কর গাঙ্গুলি দাঁড়িয়ে ছিল। এটুকু মনে আছে, আমার সঙ্গে কথা বলার সময় গোলটির প্রশংসা করেছিল।

প্রশ্ন : পরে এই গোলরক্ষক ক্যারিয়ারের শেষ দিকে ভারতের বিখ্যাত ক্রীড়া ম্যাগাজিন 'স্পোর্টস ওয়ার্ল্ড'-এ এক সাক্ষাৎকার দেন। সেখানে তাঁর ক্যারিয়ারে হজম করা সেরা যে চারটি গোলের উল্লেখ করেন, এর মধ্যে আছে আপনার করা সেই গোল। এই ঘটনা আপনার মনে আছে?

মনু : নাহ্। তবে যে গোল দিয়েছিলাম সেদিন, তাতে ভাস্কর গাঙ্গুলির উপায় ছিল না, সেরা গোলগুলোর মধ্যে আমারটা না রাখা।

প্রশ্ন : আগের বছরও তো আবাহনীর বিপক্ষে গোল দিয়েছিলেন?

মনু : ওদের বিপক্ষে খেলার সময় আমার জিদ থাকত অন্য রকম। তবে সত্যি কথা বলি, '৮৫ সালের সেই গোলটি কিন্তু আমি দিতে চাইনি।

প্রশ্ন : মানে!

মনু : মানে গোল করার জন্য তা মারিনি। রাইট উইং থেকে ক্রস করি এমনভাবে যেন বলটি সালাম ভাই অথবা বাদল ভাইয়ের মাথায় পড়ে। স্ক্রু হয়ে বল যায় ঘুরে; ঢুকে যায় জালে। ওদের গোলরক্ষক চন্দ্রসিড়ি বোঝেই নাই। আরে ভাই, ও কী বুঝবে! আমিই তো বুঝিনি (হাসি)।

প্রশ্ন : আশির দলকের 'সাপ্তাহিক বিচিত্রা'র কোনো এক লেখায় পড়েছি, 'আবাহনীর বিপক্ষে শতাব্দীর সেরা গোল করেন মনু'। সেটি কি এই গোল?

মনু : এই গোলও হতে পারে, আবার পরের বছরেরটিও হতে পারে। তবে হ্যাঁ, ১৯৮৫ সালে আবাহনীর কোচ তো সালাউদ্দিন ভাই। উনি বলেছিলেন, 'মনু যে গোল করেছে, এমন গোল ১০০ বছরে হয়নি। পরের ১০০ বছরেও হবে না।' কাছাকাছি ধরনের গোল করি ইস্টবেঙ্গলের বিপক্ষে, সেই ভাস্কর গাঙ্গুলিই তখন ওদের গোলরক্ষক। আমার লব সুইং করে ঘুরে হয়ে যায় গোল। ভাস্কর গাঙ্গুলিকে দুটি অসাধারণ গোল দিয়েছি। ওর তো আমাকে মনে রাখতেই হবে।

প্রশ্ন : আর বাংলাদেশ সাদা দলের হয়ে গোলটি?

মনু : এটি প্রেসিডেন্ট গোল্ড কাপে; সম্ভবত ১৯৮৭-৮৮ সালের দিকে। চীনের বিপক্ষে ম্যাচ। ওদের সব ফুটবলার ছয় ফুটের ওপর লম্বা। আমি পাঁচ ফুট চার ইঞ্চি। আমাকে দেখে হয়তো ভেবেছে, এই পিচ্চি কী আর করবে! কিন্তু আমার গতি, কাটাকাটি দেখে ওদের মাথা খারাপ হয়ে যায়। ওই বলটি পাই সেন্টারের একটু সামনে; মেরে দিই জোরে। ওদের গোলি বল চোখেও দেখেনি। ওই গোলেই তো পুরস্কার পাই সেরা খেলোয়াড়ের। আল বাকারা ব্যাংক এক হাজার মার্কিন ডলার দেয়।

প্রশ্ন : আপনার খেলার শক্তিশালী দিক ছিল কোনটি?

মনু : গতি ছিল কড়া। বল লাইনের ওপর রেখে দাগের বাইরে দিয়ে দৌড়াতাম। কেউ ধরতে পারত না। ঢাকা মাঠে আমি 'হরিণ' টাইটেল পেয়েছি; পেপারে লিখেছে। 'চিতাবাঘ' টাইটেল পেয়েছি। কোচ চান ভাই বলতেন, 'মনু, তোর এত স্পিড! চীনের খেলোয়াড়রাও তোর সঙ্গে পারে না! যাহ্, তোর নাম দিলাম চিতাবাঘ।' এ ছাড়া শ্যুটিং পাওয়ার ভালো ছিল। দূর থেকে শট মেরে গোল করি অনেক। আর আমার মাইনাসও মারাত্মক। একটা মাইনাস, একটা গোল। এমনভাবে মাইনাস করি যেন তা গোলি পাবে না কিন্তু স্ট্রাইকার পাবে।

প্রশ্ন : এবার একটু শুরুর কথা জানতে চাই। পরিবারের কথা, ফুটবলের সঙ্গে প্রেমের কথা।

মনু : আমার জন্ম আরামবাগ; ৫৯/১ মগার গলিতে। বাপ-মা সেভাবে দেখি নাই। ১৯৭১ সালের যুদ্ধের আগেই ওনারা মারা যান। আমার ছয়-সাত বছর বয়সে মা; পরের বছর আব্বা। আব্বার নাম মহসিন মোল্লা; মায়ের নাম আম্বিয়া। আব্বা গৃহস্থি করতেন গ্রামে। জেঠারা বেঈমানি করায় উনি ঢাকা চলে আসেন। এখানে এসে একটা প্রতিষ্ঠানে ছোটখাটো চাকরি করে সংসার চালান। মা-বাবা মারা যাওয়ার পর ভাইদের সংসারে মানুষ হয়েছি আমি।

প্রশ্ন : শুনেছি যে, খুব অভাবের মধ্যে বড় হয়েছেন? এক হোটেলে নাকি কাজ করতে হয়েছে?

মনু : হ্যাঁ ভাই, সত্যি কথা। লজ্জা করার কিছু নাই। পাঁচ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। এক ভাই তো ছোট থাকতেই মারা যায়। বাকি চার ভাই একসঙ্গে থেকেছি। ভাই-ভাবিরা আদর করতেন সত্যি কিন্তু সংসারে অনেক অভাব। সে কারণে পড়ালেখা করতে পারিনি; নানা কাজ করতে হয়েছে। আমাদের আরামবাগে 'কাশেমের দোকান' বলে একটা খাবারের দোকান ছিল। ওখানে কাজ করতাম। আর ফুটবল তো ভালো লাগত, ভালো খেলতাম ছোটবেলা থেকেই। তা খেপ খেলার জন্য আমাকে কোথায় পাওয়া যাবে? সবাই জানত, কাশেমের দোকানে গেলে পাওয়া যাবে মনুকে। এ ছাড়া আরামবাগে জজ ভাই নামে একজন ব্যাটারির কারখানা দিয়েছিলেন। চান্দা ব্যাটারির মতো সেটি ছিল বোয়িং ব্যাটারি। সেখানেও কাজ করেছি। আমাকে উনি আদর করতেন খুব। তাঁর ছেলে জাহাঙ্গীর এসে প্রায়ই ওর বাবার কাছে আবদার করত, 'আব্বা, মনুকে ছুটি দেন। ওকে নিয়ে ফুটবল খেলতে যাব।' এভাবে কষ্ট করে মানুুষ হয়েছি কিন্তু ফুটবল ছাড়িনি। ভোর পাঁচটায় উঠে নটর ডেম কলেজে গিয়ে অনুশীলন করি। তুফান হলেও বল কাঁধে নিয়ে একা চলে যাই। দেয়ালের সঙ্গে বল মেরে মেরে করি প্র্যাকটিস।

প্রশ্ন : বিভাগীয় পর্যায়ে খেলা শুরু কিভাবে?

মনু : ১৯৮০ সালে এক বিদেশি কোচ এসে ঢাকা স্টেডিয়ামে বাচ্চা ছেলেপেলেদের অনুশীলন করায়। মালু ভাই, ফারুক ভাইরা আমাকে ঢুকিয়ে দেন সেখানে। পাইওনিয়ার লিগের সেই দল ২-২ গোলে ড্র করে চুন্নু ভাইদের জাতীয় দলের সঙ্গে। এই আমাকে মালু ভাই বলে, 'তুই ইয়ংমেন্স ফকিরেরপুলে খেল।' চতুর্থ বিভাগের ওই দলে খেলা শুরু করি।

প্রশ্ন : প্রথম বিভাগে প্রথম খেলেন কবে?

মনু : আরো অনেক পরে। ১৯৮১ সালে তৃতীয় বিভাগে খেলি মন্টু ভাইয়ের মালিবাগ অভিযাত্রী ক্লাবে। ১৯৮২ সালে খেলি দ্বিতীয় বিভাগের দল বিআরটিসিতে। এখানেই আমার ক্যারিয়ার শেষ হওয়ার অবস্থা হয়।

প্রশ্ন : কেন? ইনজুরির কারণে?

মনু : নাহ্, মুক্তিযোদ্ধা ক্লাবের সমর্থকদের মাইরে।

প্রশ্ন : ঘটনাটি যদি একটু বলেন...

মনু : সেবার বিআরটিসিকে চ্যাম্পিয়ন করিয়ে প্রথম বিভাগে তুলি ১২ বছর পর। আমি ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা। এ ক্ষেত্রে আমার লড়াই হয় 'লাকি গোবিন্দদা'র সঙ্গে। উনি নামলেই গোল করতেন, এ জন্য নামের আগে বসে যায় 'লাকি' টাইটেল। সেবার শেষ ম্যাচের আগে এমন অবস্থা, মুক্তিযোদ্ধা ড্র করলে চ্যাম্পিয়ন আর আমাদের জিততেই হবে। ঢাকা স্টেডিয়ামে ফ্লাডলাইটে খেলা। আগামীবার কোন দল প্রথম বিভাগে খেলবে, তা নিয়ে ব্যাপক আগ্রহ। গ্যালারিতে দর্শকের জায়গা হয় না। ম্যাচ শুরুর আগে সেন্টারে বল বসাতেই লাকি গোবিন্দদা ফট করে আমার পুরো চেহারায় মেরে দেন থুতু। আমি হতভম্ব। জিজ্ঞেস করি, 'এটি কী করলেন?' উনি গালি দিয়ে জবাব দেন, 'চুপ কর হাউয়ার পো। আজ মাঠ থেকে যেতে পারবি না। পা কেটে রেখে দেব।' পাশ থেকে আমাদের দলের রনজিত্দা বলেন, 'মনু, তুই মাইন্ড করিস না। তোকে নার্ভাস করার জন্য এটি করেছে।'

প্রশ্ন : মুক্তিযোদ্ধা ক্লাবের সমর্থকদের মারধরের কথা বলছিলেন...

মনু : তার আগে ওদের খেলোয়াড়দের মাইর। মাইরের চোটে আট-নয়বার আমি মাঠের বাইরে যাই। বরফ লাগিয়ে আবার ফিরি। এর মধ্যেই দুই গোল দিয়ে হারিয়ে দিই মুক্তিযোদ্ধাকে। ১২ বছর পর বিআরটিসি উঠে প্রথম বিভাগে। কিন্তু তা নিয়ে আনন্দ করব কিভাবে? রেফারির শেষ বাঁশি বাজতেই আমরা যে যেদিকে পারি, দৌড়ে যাই পালিয়ে। রাতের বেলা বিআরটিসি ক্লাবে গিয়ে মুক্তিযোদ্ধা ক্লাবের সমর্থকরা চালায় হামলা। সব কিছু ভেঙে ফেলে; সামনে যাকে পায় তাকেই মারে। আমি পালানোর সময় পাইনি। এমন মাইর শুরু হলো! আমার শুধু মনে আছে ওরা বলছে, 'এই মনুর কারণে আমরা হেরেছি। ওকে মেরে ফেল।' হকি স্টিক দিয়ে মাথায় মারে। এই যে হাত দিয়ে দেখুন, এখনো এখানে কী গভীর গর্ত হয়ে আছে! তীরের মতো রক্ত বের হচ্ছিল মাথা থেকে। আর কিছু মনে নেই। ক্লাবের মধ্যে একটা 'গাঁড়া' আছে। সেখানে ক্লাবের বাবুর্চি ময়লা পানি, মাছের আঁশ এসব ফেলে। মুক্তিযোদ্ধার সমর্থকরা আমাকে মেরে পা ধরে সেই পাঁকের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে যায়। জ্ঞান ফেরে অনেক রাতে। কোনোমতে হেঁটে খালি গায়ে আরামবাগে আসি। বড় ভাই শরীফ বন্ধুদের নিয়ে মোড়ে আড্ডা দেয়। উনি দেখে দৌড়ে এসে আমাকে ধরেন। পরে ডাক্তারের কাছে নিয়ে মাথায় দেওয়া হয় আটটি সেলাই। ফেলে দিই মাথার চুল। দুই মাস বিছানা থেকে উঠতে পারিনি। তখনই মনে হয়, দূর, আর ফুটবল খেলব না।

প্রশ্ন : এই অভিমান কিংবা রাগ কাটে কিভাবে?

মনু : ফুটবল আমার জীবন—এর সঙ্গে রাগ করে থাকা যায়? ঠিকই নটর ডেম কলেজে গিয়ে আবার ছেলেদের সঙ্গে খেলা শুরু করি। পরের মৌসুমে ওই বিআরটিসির হয়ে খেলি প্রথম বিভাগ।

প্রশ্ন : মোহামেডানে তো পরের বছর?

মনু : হ্যাঁ। ১৯৮৩ সালে শেরে বাংলা কাপে চ্যাম্পিয়ন করাই সিলেটকে। ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আমার দুই গোল। একটিতে ৪০ গজ দূর থেকে শট মারি, গোলরক্ষক মহসিন ভাই বোঝেনইনি। রেফারি আজিজ ভাই এসে বলে, 'গোল তো হয়ে গেছে, বল জালের ভেতরে।' পরে আরেকবার শেরে বাংলা কাপ খেলি ঢাকা জেলার হয়ে। সেখানেও চ্যাম্পিয়ন। ফাইনালে আসলাম ভাইদের খুলনাকে হারাই দুই গোলে। এক গোল আমার, এক গোল অপুর। যাই হোক, ওই '৮৩-র শেরে বাংলা কাপে ভালো খেলার পর মোহামেডান থেকে প্রস্তাব পাই।

প্রশ্ন : নিশ্চয়ই লাফিয়ে ওঠেন? আপনার ছোটবেলার স্বপ্নের দলে খেলার প্রস্তাব বলে কথা?

মনু : খুশি তো অবশ্যই। পাশাপাশি আরেক কথাও ভাবছিলাম—মোহামেডানে আমি কি খেলার সুযোগ পাব? বাদল ভাই, সালাম ভাই, মোসাব্বের ভাই, কোহিনূর ভাইরা থাকতে কোচ আমাকে কেন খেলাবেন? আর জানেন কিনা, ক্যারিয়ারে তখন পর্যন্ত আমি কিন্তু স্ট্রাইকার।

প্রশ্ন : তাই নাকি!

মনু : হ্যাঁ। সে কারণেই ভাবছিলাম, মোহামেডানে গেলে বদলি খেলোয়াড় হিসেবে কেবল বালতি টানতে হবে। নষ্ট হয়ে যাবে ক্যারিয়ার। তবু ভালোবাসার ক্লাবে খেলার লোভে চলে এলাম। খেলতে পারি আর না পারি, মোহামেডানের জার্সি তো পাব। আর ওই ক্লাবে গিয়েই কোচ টিপু ভাই আমাকে স্ট্রাইকার থেকে বানিয়ে দেন উইঙ্গার।

প্রশ্ন : মোহামেডানে শুরু থেকেই কি সাফল্য পেলেন?

মনু : নাহ্। বসে থাকতে হয় প্রথম তিন ম্যাচ। যদিও অনুশীলন করি খুব মনোযোগ দিয়ে। মোহামেডানের প্র্যাকটিস তখন ঢাকা ভার্সিটি মাঠে। আমার হাতের মাসল, থাই ছিল মারাত্মক। একেবারে নিগ্রোদের মতো। মহসিন ভাই, কায়সার, মানিক ভাইরা উৎসাহ দেন খুব। কিন্তু প্রথম তিন ম্যাচে আমাকে মাঠে নামানো হয়নি। চিন্তা করি, 'কেন মোহামেডানে এলাম?' আরামবাগে এলে বন্ধুরা গালি দেয়। যাই হোক, চতুর্থ ম্যাচটি সম্ভবত রহমতগঞ্জের সঙ্গে। সাত মিনিট বাকি থাকতে কোচ টিপু ভাই বলেন, 'ওয়ার্মআপ কর।' আমি বলি, 'এক দৌড় দিলেই তো সাত মিনিট শেষ। কী খেলব?' তবু কোহিনূর ভাইকে তুলে আমাকে নামানো হয়। স্ট্রাইকার বাদল ভাই, সালাম ভাই। আমি রাইট আউট থেকে দুটি মাইনাস করি। তাতে গোল হয়নি। তবে ম্যাচের পর টিপু ভাই বলেন, 'আমার যা দেখার, দেখেছি। তুই আগামী ম্যাচ থেকে শুরুতে খেলবি।' ওই যে সাত মিনিটের জন্য ঢুকলাম, মোহামেডানে আর এক সেকেন্ডও বসিনি। পরের ম্যাচের শুরু থেকেই খেলি একটানা।

প্রশ্ন : মোহামেডানে কত টাকা পেয়েছিলেন, মনে আছে?

মনু : এক লাখ পঁচিশ হাজার।

প্রশ্ন : আবাহনীতে খেলার প্রস্তাব পাননি কখনো?

মনু : কত বার! সালাউদ্দিন ভাই, আসলাম ভাই অনেক বলেছেন! ১৯৮৫ সালে একবার তো ওদের কাছ থেকে টাকাও নিই। পরে ফেরত দিই আবার। এ কারণে সাফ গেমসে সালাউদ্দিন ভাই আমাকে খেলায়নি। দলে ছিলাম কিন্তু মাঠে নামাননি এক ম্যাচেও। এই জিদ মজেছে আবাহনীকে হারিয়ে। ১৯৮৬ সালে আবাহনীকে হারানোর পর বন্ধু মুন্নার সঙ্গে মজার একটি ঘটনা আছে। বলব?

প্রশ্ন : বলুন না প্লিজ...

মনু : মুন্না আর আমি খুব ভালো বন্ধু। ওর কাছে শুনেছি যে, আবাহনী ক্লাবে ব্রিফিং হতো আমাকে নিয়ে। বলে দিত, 'যেভাবেই হোক, মনুকে আটকাবি।' ১৯৮৬ সালের আবাহনী-মোহামেডান ম্যাচের কিছু দিন পর মুন্নার সঙ্গে ঘুরতে যাই নারায়ণগঞ্জে। আবাহনীর সমর্থকরা এসে ওকে বলে, 'মনু কী গোলটা করল! ওকে আটকাতে পারলেন না? আপনি ওর পা ভেঙে দিতেন। আর আমাদের তো মন চায়, মনুর পায়ে গুলি করে দিতে।' আমি মুন্নার পাশে বসা, কিন্তু ওরা আমাকে চেনেনি। ওই সময় আবাহনী-মোহামেডানের দুজনের এমন দোস্তি থাকতে পারে, সমর্থকরা ভাবতেও পারত না। তো মুন্না আমাকে চোখ টিপি দিয়ে বলে চুপ থাকতে। আবাহনীর সমর্থকদের কথাবার্তা শুনে মজা পাই বেশ। আধঘণ্টা পর চা-মোগলাই খাওয়া শেষে মুন্না আমাকে দেখিয়ে বলে, 'এইটা কে?' আমি পিচ্চি পোলা, ওরা চেনেনি। মুন্না বলে দেয়, 'আরে, এটাই তো মনু।' ওরা জিবে কামড় দেয়। বলে, 'স্যরি মনু ভাই, কিছু মনে করবেন না। আপনি আমাদের দলে চলে আসেন। আবাহনীতে খেলেন। কত টাকা চান আপনি, বলুন।'

প্রশ্ন : মোহামেডান থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন কত?

মনু : ছয়-সাত লাখ টাকার মতো। আবাহনীর কর্মকর্তারা খালি চেক দিয়ে বলেছে, 'তুই কত টাকা চাস বল?' কিন্তু আমি মোহামেডান ছাড়িনি। ছোটবেলার ভালোবাসার ক্লাব। টাকাই তো সব না রে ভাই। সে কারণে মোহামেডানে থেকে যাই। যদিও মোহামেডান থেকে অন্যরা যত টাকা পেয়েছে, আমাকে তা দেওয়া হয়নি। কারণ ওই যে কর্মকর্তারা জানেন, আমি ক্লাব ছাড়ব না। মায়ার জালের কারণে।

প্রশ্ন : মোহামেডানে তো খুব বেশি সময় খেলেননি?

মনু : মাত্র চার বছর। '৮৪, '৮৫, '৮৬, '৮৭। শেষ বছর পায়ে ব্যথা পাই। কিভাবে কী হলো, জানি না। হাঁটুতে টিউমারের মতো হয়ে যায়। তালুকদার স্যার করেন অপারেশন। কিন্তু আর ভালো হলো না। কী দুর্ভাগ্য, ওই বছর মোহনবাগানের কোচ না কর্মকর্তা কে যেন বাংলাদেশে এলেন আমাকে দেখার জন্য। পছন্দ হলে কলকাতায় খেলানোর জন্য নিয়ে যাবেন। কিন্তু আমি তো তখন অপারেশনের পর অসুস্থ। মোহনবাগানের ওই অফিশিয়ালকে আমি পা ছুঁয়ে সালাম করি। বলি, 'আপনি যে আমার খেলা দেখার জন্য বাংলার মাটিতে এসেছেন, তাতেই আমি ধন্য।' উনি মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে যান। দোয়া করেন।

প্রশ্ন : অপারেশনের পর আর বেশি দিন খেলতে পারেননি?

মনু : ভাগ্য আমার সঙ্গে বেঈমানি করেছে। ইউসুফ ভাই, বাদল ভাইদের এমন অপারেশন করে দিয়েছেন তালুকদার স্যার। তারা ভালো হয়ে গেল, আমি হলাম না। দুর্ভাগ্য না? পরে আরামবাগে খেলি এক বছর। ফকিরেরপুলের অধিনায়ক হিসেবে খেলি ১৯৮৯ সালে। ওই বছর মোহামেডানের সঙ্গে খেলায় কায়সার হামিদের সঙ্গে বাড়ি খাই। অ্যাংকেল যায় ভেঙে। আর ঠিক হলো না। এই দেখুন, এখনো অ্যাংকেলের জায়গাটি কেমন ফোলা ফোলা। ব্যস, ছেড়ে দিই খেলা।

প্রশ্ন : পরে কোচ কিংবা সংগঠক—কোনো ভূমিকায় আপনাকে আর ফুটবলের সঙ্গে দেখা যায়নি। কেন?

মনু : ভালো লাগে না ভাই। অনেক নোংরামি। কী দরকার! যত দিন খেলেছি, মনে রাখার মতো খেলেছি; মানুষ তাই মনে রেখেছেন। এখনকার ছেলেদের মন জুগিয়ে কোচিং করানো কিংবা নিজের লাভের জন্য সংগঠক হওয়া—এসব আমাকে দিয়ে হবে না। মরা বাপ-মাকে গাল খাওয়াব নাকি? এর চেয়ে ডাল দিয়ে ভাত খাব। সেটাই ভালো।

প্রশ্ন : শেষ দিকে ঝটপট কিছু প্রশ্ন করি। যাঁদের সঙ্গে খেলেছেন, সেরা ডিফেন্ডার কাকে মনে হয়েছে?

মনু : পাকির আলী, মুন্না, ইউসুফ ভাই, বরিশালের বাদল ভাই। এমন ডিফেন্ডার এখন নেই।

প্রশ্ন : কার সঙ্গে আপনার বোঝাপড়া ছিল ভালো?

মনু : এমিলি, আশীষ ভদ্র। বিশেষ করে আশীষ ভদ্র চোখ দিয়ে ইশারা করত, বল পেয়ে যেতাম। এ ছাড়া আমার প্রিয় ফুটবলার এনায়েত ভাইকে কোচ হিসেবে পেয়েছি, তা-ও অনেক বড় ব্যাপার। উনি একবার পিরিচকে দূর থেকে শট মারেন। গ্যালারি থেকে আমরা দেখি, বল ধরে পিরিচ দুই মিনিট বসে আছে; উঠতে পারছে না। এনায়েত ভাইয়ের শটে এমন পাওয়ার! উনাকে কোচ হিসেবে পেয়েছি। বাবা রে বাবা, কী রাগী যে ছিলেন! এখনকার জাতীয় দলের খেলোয়াড়রা যদি এনায়েত ভাইয়ের প্র্যাকটিস পায়, সবাই ফুটবল ছেড়ে গ্রামে চলে যাবে।

প্রশ্ন : বিদেশি খেলোয়াড়দের মধ্যে সেরা কে?

মনু : পাকির আলী আর প্রেমলাল। যদিও ওরা আবাহনীতে খেলেছে। কিন্তু আমার চোখে ওরাই সেরা।

প্রশ্ন : জাতীয় দলে খেলেছেন কত দিন?

মনু : ১৯৮৫ সালে প্রথম সুযোগ পাই। সাফ গেমসের দলে ছিলাম, পাকিস্তান যাই একটি টুর্নামেন্ট খেলতে। পরে যাই নেপাল। দেশের মাটিতে প্রেসিডেন্ট গোল্ড কাপ খেলেছি। তখন তো আর জাতীয় দলের এত ম্যাচ ছিল না। এই কয়েকটি প্রতিযোগিতার কথা মনে আছে।

প্রশ্ন : পরিবারের কথা একটু বলুন। বিয়ে করেছেন কবে?

মনু : বিয়ে করেছি খালাতো বোন আসমাকে; ১৯৯২ সালে। আমাদের দুই মেয়ে। বড় মেয়ে মেঘলাকে ইন্টারমেডিয়েট পাস করিয়ে বিয়ে দিয়েছি। ও এখন স্বামী-সন্তান নিয়ে সৌদি আরব থাকে। ছোট মেয়ে কাজল এবার দেবে ইন্টার পরীক্ষা।

প্রশ্ন : খেলা ছাড়ার পর কোচিং লাইনে আসেননি। জীবনধারণের জন্য কি ব্যবসা-ট্যবসা করেছেন?

মনু : কিছু করেছিলাম কিন্তু টিকতে পারিনি। খেলার টাকা দিয়ে মুগদায় দোতলা একটি বাড়ি কিনেছি, আরেকটি টিনশেড করেছি। ওখান থেকে মাসে ৩০-৩৫ হাজার টাকা ভাড়া আসে। এ দিয়ে ডালভাত খেয়ে দিন কেটে যায়। আলহামদুলিল্লাহ, আমি খুশি।

প্রশ্ন : এবার শেষ প্রশ্ন। সব মিলিয়ে জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে আপনি কতটা তৃপ্ত?

মনু : ওই যে বললাম, আলহামদুলিল্লাহ। কোনো আফসোস নেই। ফুটবল আমাকে অনেক দিয়েছে। অনেকে মনে করে, আমি আমেরিকা-ইতালিতে থাকি। ছোটখাটো মানুষ তো, দেখলে অনেকে বিশ্বাস করে না আমি ফুটবলার মনু। কিন্তু জানার পর কী সম্মান যে করে! সেদিন এক সাংবাদিকের সঙ্গে এলাকায় হঠাৎ দেখা। আমি চটপটি খাচ্ছি। উনি বললেন, 'মনু ভাই, আপনি এখানে দাঁড়িয়ে চটপটি খাচ্ছেন। সেই আমল হলে কী পারতেন?' সাংবাদিক ভাই তাঁর ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, 'এই হচ্ছে মনু। অনেক বড় ফুটবলার। সালাম করো তাঁকে।' এসব শুনে ভালো লাগে। ভরে ওঠে বুকটা। দেখুন, ছোটবেলায় আমার স্বপ্ন ছিল একটাই—এক দিন যেন মোহামেডানের জার্সি গায়ে ওঠাতে পারি। সেই আমি মোহামেডানে চার বছর খেলেছি। অন্যরা যা ১০ বছরে পারে না, আমি ওই চার বছরে তা করেছি। আমার মতো অনেক মনু রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ পাত্তা দেয় না। আর আমি এলাকা দিয়ে যাওয়ার সময় এখনো দিনে তিন শ সালাম পাই। এর চেয়ে বড় পাওয়া আর কী!

মন্তব্য

সম্পর্কিত খবর

তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
দুই সতীর্থ তামিম-সাকিব। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই ক্রিকেটারের আজকের দিনটা দুই রকম। জীবনের ৩৮তম বসন্তে পা রাখার দিনই সাকিব শুনতে পান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জীবনের ইনিংসে লড়ছেন তামিম।

আরো পড়ুন
তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

 

তামিমের এমন সংবাদ শোনার পর স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে সাকিবের।

এক সময়কার বন্ধুপ্রতীম সতীর্থর জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। দেশের ক্রিকেটবিষয়ক এক সংবাদমাধ্যমকে তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার বলেছেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর পরিবার যেন কঠিনটা সময়টা উতরে যেতে পারে।

আরো পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

 

এক সময়কার বন্ধুপ্রতীম দুই সতীর্থ অবশ্য অনেক দিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন। নানা ইস্যুতে সাকিব-তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। একের অপরে কথা তো বলেন না সঙ্গে একজন আরেকজনের ছায়াও মারেন না। তবে সে সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব।

আরো পড়ুন
জ্ঞান ফিরেছে তামিমের

জ্ঞান ফিরেছে তামিমের

 

ইতিমধ্যে ভক্ত-সমর্থকদের সুখবরও দিয়েছেন তামিম। জ্ঞান ফিরেছে বাঁহাতি ওপেনারের। পরিবারসহ তাকে দেখতে আসা ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তারপর পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকে হবে তাকে। এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে সাভারের হাসপাতালটিতে ভর্তি করানো হয়। সেখানেই তার পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।

আরো পড়ুন
‘এয়ার অ্যাম্বুল্যান্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেত না’

‘এয়ার অ্যাম্বুল্যান্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেত না’

 
মন্তব্য

সেঞ্চুরিতে তামিমকে জয় উপহার মিরাজের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সেঞ্চুরিতে তামিমকে জয় উপহার মিরাজের
ম্যাচসেরার পুরস্কার হাতে মিরাজ। ছবি : মিরাজের ফেসবুক থেকে

আরেকটি ম্যাচের মতোই টস হেরে সতীর্থদের নিয়ে ফিল্ডিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল। জয়-পরাজয় যাই হোক না কেন ম্যাচ শেষ করেই মাঠ ছাড়বেন তিনি। তবে নিয়তি হয়তো অন্য কিছুই ভেবে রেখেছিলেন। তা না হলে ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছাড়তে না তামিম।

দ্রুত সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়ার পর তামিমের হার্টে রিং পরানো হলে বর্তমানে সুস্থ আছেন তিনি। পরিবার তো অবশ্যই ভক্ত-সমর্থকদের মুখে হাসি ফেরানো তামিম এবার মাঠে ছেড়ে আসা সতীর্থদের কাছ থেকেও সুসংবাদ শুনেছেন। তার অবর্তমানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব।

বড় জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ঢাকা লিগের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো মিরাজের সঙ্গে দলের জয়ে অবদান রেখেছেন রনি তালুকদার। ২২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ১৬৪ রান তুলে কার্যত ম্যাচই শেষ করে দেন দুজনে।

প্রথম ব্যাটার হিসেবে মিরাজ আউট হওয়ার সময় করেন ১০৩ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটের তৃতীয় সেঞ্চুরিটি সাজিয়েছেন ৩ ছক্কা ও ১০ চারে।

অলরাউন্ডারের আউটের ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার রনিও। তার নামের পাশে রান ৬১। পরে অপরাজিত থেকে জয়ের বাকি কাজটুকু সারেন সাইফউদ্দিন (১৮) ও নাসুম আহমেদ (১৩)। মাঝে ২৭ রানে আউট হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

টস জিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ২২৩ রান করে শাইনপুকুর।

অধিনায়ক রায়ান রাফসান রহমান করেছেন সর্বোচ্চ ৭৭ রান। তার ফিফটির বিপরীতে ৯ নম্বরে নেমে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি স্পিনার শরীফুল ইসলাম। অন্যথা, অলরাউন্ডার সাইফউদ্দিনের (২) সঙ্গে চার স্পিনার যে ঘূর্ণি শুরু করেছিলেন তাতে দুই শর আগেই অলআউট হতো শাইনপুকুর। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া তাইজুল ইসলামের বিপরীতে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম ও মিরাজ। আর বাকি ১ উইকেট নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদ।

ইমনের সেঞ্চুরিতে জয়রথ ছুটছেই আবাহনীর

ডিপিএলের শুরুতেই শুধু ধাক্কা খেয়েছিল আবাহনী লিমিটেড। প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরে। তবে এরপর থেকেই জয়রথ ছুটছে আবাহনীর। সেই ধারাবাহিকতায় আজ টানা ৭ম জয় পেয়েছে তারা।

ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। সহজ লক্ষ্যের ম্যাচে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। প্রতিপক্ষের দেওয়া ২০২ রানের টার্গেটের অর্ধেকের বেশি রান ইমনই করেছেন। এবারের ডিপিএলের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১২৪ রানের। 
অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৫ ছক্কা ও ১৩ চারে।

শেষ দিকে ৫৪ রানের ইনিংস খেলে জয়ে অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। আবাহনীর জয়ের আগে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ২০১ রানের বেশি করতে পারেনি ধানমন্ডি। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন ফজলে মাহমুদ রাব্বি। তার মতো ফিফটি করেছেন জিয়াউর রহমান (৫৭)। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও রাকিুবল হাসান।

সাব্বির-ইরফানের বিপরীতে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি ইমরুল

দুই সেঞ্চুরিতে ৩২১ রান রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় প্রাইম ব্যাংক। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইমরুল কায়েস সেঞ্চুরি করলেন বটে, তবে অগ্রণী ব্যাংককে জেতাতে পারলেন না অধিনায়ক।

ইমরুলের নেতৃত্বাধীন দল অগ্রণী ব্যাংক ৩৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ১৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন সাদমান ইসলাম ও ইমরুল। তবে দুজনই দ্রুত ফিরে যাওয়ার পরেই জয়ের আশা ক্ষীণ হয় তাদের। শেষ পর্যন্ত ২৮৭ রানে অলআউট হয়ে হারই সঙ্গী হয়েছে তাদের।

বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন ইমরুল। ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ৪ ছক্কায়। তার সেঞ্চুরির বিপরীতে ৬৮ রান করেন সাদমান। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানি।

প্রাইম ব্যাংকের হ্যাটট্রিক জয়ে জোড়া সেঞ্চুরি করেছেন সাব্বির হোসেন ও ইরফান শুক্কুর। ওপেনার সাব্বিরের ১০২ রানের বিপরীতে ১০৭ রান করেছেন শুক্কুর। সাব্বির ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে। অন্যদিকে উইকেটরক্ষক শুক্কুর অপরাজিত ইনিংসটি সাজান ৮ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের ৩২১ রানের সংগ্রহে অবদান রাখেন শাহাদাত হোসেন দিপুও। 

মন্তব্য

‘তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি কতটা ভালোবাসে’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি কতটা ভালোবাসে’
ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তামিম ইকবাল। ছবি : কালের কণ্ঠ

জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। তবে পুরোপুরি এখনো সুস্থ হননি তিনি। বাংলাদেশের সাবেক ওপেনারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকতে হবে।

আরো পড়ুন
তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

 

তামিমের সুস্থতার জন্য দেশ-বিদেশের অনেক ক্রিকেটারই প্রার্থনা করেছেন।

দেশের কিংবদন্তি ওপেনারের সুস্থতায় পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাকে দেখতে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে সাভারের হাসপাতালে ছুটে গেছেন সভাপতি ফারুক আহমেদও। তামিমকে সুস্থ করতে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আরো পড়ুন
জ্ঞান ফিরেছে তামিমের

জ্ঞান ফিরেছে তামিমের

 

এক বিবৃতিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সব চিকিৎসক ও বিশেষজ্ঞের প্রতি আমরা কৃতজ্ঞ।

তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি তাকে কতটা ভালোবাসে। তামিমের আপডেট জানতে প্রধান উপদেষ্টার অফিস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।’

দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহায়তা বিসিবি করবে বলে জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘তার শারীরিক অবস্থার বিষয়ে বিসিবি সব সময় মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে।

তার দ্রুত সুস্থতার জন্য সব রকমের সহায়তা করবে বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।’

আরো পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

 

আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।

মন্তব্য

চাপ টের পেলেও শান্ত থাকতে হচ্ছে জামালদের

রানা শেখ, শিলং থেকে
রানা শেখ, শিলং থেকে
শেয়ার
চাপ টের পেলেও শান্ত থাকতে হচ্ছে জামালদের
সতীর্থর সঙ্গে অনুশীলনে জামাল। ছবি : মীর ফরিদ, শিলং থেকে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ বলেই বাড়তি নজর রাখছেন অনেকেই। বাংলাদেশ জিতবে এমন ছবিও এঁকে ফেলেছেন সমর্থকরা। তাতে জামাল ভূইয়াদের ওপর চাপ বাড়ছে কিনা প্রশ্নের জবাবে জামালের উত্তর,'চাপ অনুভব করছি আবার আমরা শান্তও আছি।

'

ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে উত্তেজনা ও উন্মাদনা তত বাড়ছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে এটাকেই সবচেয়ে বড় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। ২০০৩ সালের পর আর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই আশায় বুক বেধেছে লাল-সবুজের দল।

ভারতের মাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে চান জামাল,'এই দলে যারা আছে তাদের সবার মানসিকতা এমন যে আমরা তিন পয়েন্ট নিতে পারি। যদি ড্রও করি তাহলে ঠিক আছে। সবার মানসিকতা এখন জেতায়, যদি সবাইকে জিজ্ঞেস করেন যে আমরা কিসের জন্য এসেছি? তিন পয়েন্টের জন্য।'

র‍্যাংকিংয়ে ভারতের চেয়ে ৫৯ ধাপ পিছিয়ে বাংলাদেশ।

তবে মাঠের খেলায় এটা প্রভাব ফেলবে না মনে করছেন।জামাল। হামজার অনুপ্রেরণা এবং সেরা ও শক্তিশালী স্কোয়াড নিয়েই লড়াইয়ে নামার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক,'আমরা র‍্যাংকিং নিয়ে চিন্তা করি না। আমাদের মনোযোগ এই ম্যাচ জিততে হবে। কোচ যেটা বলেছেন, এখন পর্যন্ত এই দল সেরা।
অনেক শক্তিশালী। হামজা তো এসেছে। অবশ্যই আমাদের জন্য দারুণ উজ্জীবিত করেছে। লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট, আমি চাই, সবাই চাই।'

ভারতের মাটিতে সর্বশেষ দেখায় ২০১৯ সালে সল্ট লেক থেকে ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য কি? জামালের উত্তর,'আমি যে উত্তর দেব এটা এমন যে, আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন তখন সবসময় জিততে চান। আমরাও তেমনই। আর চাপ তো থাকবেই। প্রত্যেক ম্যাচেই চাপ থাকে। এই ম্যাচে অনেক ফোকাস আছে। আর এটা তো ভারতের বিপক্ষে। আপ্নারা জানেন, গত এক বছরে কি হয়েছে।'

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ