<p>৬৪ বছরে পা দেওয়ার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লেগ স্পিনার আব্দুল কাদিরের মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেট তারকারা। তাঁর এই ভাবে চলে যাওয়ায় শোকস্তব্ধ শচীন তেন্ডুলকার থেকে শেন ওয়ার্নের মতো অনেক কিংবদন্তি ক্রিকেটার। তারা তাদের টুইট বার্তায় জানিয়েছেন প্রতিক্রিয়া। <br /> <br /> কাদিরের মৃত্যুতে গতকাল শনিবার এক টুইটে ভারতীয় ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকার বলেন, ‘‘আব্দুল কাদিরের বিরুদ্ধে খেলার কথা মনে আছে। নিজের সময়ের অন্যতম সেরা স্পিনার ছিলেন কাদির। ওঁর পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা রইল।’’</p> <p>কাদিরের সমসাময়িক ক্রিকেটার কিংবদন্তি ভিভে। তিনি তার টুইট বার্তায় লেখেন, ‘‘কাদিরের মৃত্যুর খবর পেয়ে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। বন্ধু, চিরশান্তিতে ঘুমোও। তোমার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে জানি, কত ভাল ক্রিকেটার ছিলে। কাদিরের পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাচ্ছি, প্রার্থনা করছি।’’ </p> <p>ওয়েস্ট ইন্ডিজের আরো এক মহাতারকা প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাও শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। টুইটারে কাদিরের খেলার একটি ভিডিও পোস্ট করে লারা লেখেন, ‘‘এই বিশ্বমানের স্পিনারের বিরুদ্ধে আমার অভিষেক হয়েছিল। চিরশান্তিতে থাকুন।’’</p> <p>সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসেবে জায়গা করে নেওয়া শেন ওয়ার্ন বলেন, ‘‘১৯৯৪ সালে আমার প্রথম পাকিস্তান সফরে কাদিরের সঙ্গে দেখা হয়েছিল। আমরা যারা লেগস্পিন করতাম, তারা কিন্তু কাদিরকেই সামনে রেখে এগিয়েছি।’’</p> <p>এছাড়াও ভারতীয় দলের তারকা প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘‘কাদিরের ব্যতিক্রমী বোলিং স্টাইল মুগ্ধ হয়ে দেখতাম। অন্যতম সেরা লেগস্পিনার চলে গেলেন।’’ আরেক ভারতীয় ক্রিকেট তারকা হরভজন সিংহ বললেন, ‘‘দুই বছর আগেই ওঁর সঙ্গে দেখা হয়েছিল। দারুণ প্রাণবন্ত। চ্যাম্পিয়ন বোলার, দারুণ এক জন মানুষ। আপনার অভাব অনুভূত হবে।’’</p> <p>প্রসঙ্গত, ১৯৭৭-১৯৯০ সাল পর্যন্ত ৬৭ টেস্ট ম্যাচ খেলেছেন পাকিস্তানের এই কিংবদন্তি লেগ স্পিনার। নিয়েছেন ২৩৬টি উইকেট। এ ছাড়াও ১০৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১৩২টি উইকেট নিয়েছেন তিনি।</p> <p> </p>