<p>বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের থাবা বাংলাদেশেও পড়েছে। তবে পরিস্থিতি ভয়াবহ না হলেও করোনার বিস্তার ঠেকাতে পুরো দেশে অঘোষিত ‘লকডাউন’ চলছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষেরা। তাই সমাজের উচ্চবিত্তদের দিকে তাকিয়ে আছেন তারা। </p> <p>ইতিমধ্যে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন আবার কেউ খাবার বিতরণ করেছেন। তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আর্থিকভাবে সবচেয়ে স্বচ্ছল সাকিব আল হাসান। তাই খেটে খাওয়া মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবার ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থা করার ঘোষণা দিলেন তিনি।</p> <p>এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন দেশসেরা এই তারকা। সেই পোস্টে এ ঘোষণা দিয়ে সাকিব লিখেছেন, 'সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।  </p> <p>এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে "দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন" পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য এবং এর ধারা অনুযায়ী "দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন" এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে "মিশন সেইভ বাংলাদেশ" নামক একটি উদ্যোগে।' </p>