<p>ক্রিকেটের তীর্থ লর্ডসে খেলতে পারলেই ক্রিকেটাররা নিজেদের ধন্য মনে করেন। অভিষেক হলে তো কথাই নেই। অভিষেকটাই হয়ে যায় ইতিহাস। আর সেই অভিষেকে যদি ব্যাট থেকে তিন অংকের রান আসে তাহলে? হ্যাঁ, বিরল এই ঘটনাটি ঘটিয়ে দিয়েছেন ডেভ কনওয়ে। এই কিউই ব্যাটসম্যান শুধু সেঞ্চুরি নন, রীতিমতো ডাবল সেঞ্চুরি করে আজ আউট হয়েছেন। ২৫ বছর পর লর্ডসে কোনো অভিষিক্ত ব্যাটসম্যানের ব্যাট থেকে এলো তিন অংকের ইনিংস।</p> <p>বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে আজ এই কীর্তি গড়েন কনওয়ে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২০০ রান করে আউট হন ওপেনিংয়ে নামা বাঁহাতি এ ব্যাটসম্যান। ম্যাথু সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কনওয়ে। একইসঙ্গে তিনি হয়েছেন ইংল্যান্ডের মাটিতে অভিষেকে ডাবল সেঞ্চুরি করা প্রথম কিউই ব্যাটসম্যান।</p> <p>টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে সাতজন ব্যাটসম্যান অভিষেকে ডাবল সেঞ্চুরি করলেন। কনওয়ের আগে সর্বশেষ এই কীর্তি গড়েন উইন্ডিজের কাইল মেয়ার্স। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে তিনি অপরাজিত ২১০ রানের অবিস্মরণীয় ম্যাচ জেতানো ইনিংস খেলেন। গতকাল টেস্টের প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। তার ৩৪৭ বলে ২০০ রানের ইনিংসে ছিল ২২ চার এবং ১ ছক্কা। তবে কনওয়ের এই স্মরণীয় দিনে কিউইরা অল-আউট হয়েছে মাত্র ৩৭৮ রানে।</p> <p>লর্ডসে সর্বশেষ বিদেশি ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন সৌরভ গাঙ্গুলী। ভারতের বিখ্যাত এই ক্রিকেটার ১৯৯৬ সালে অভিষেক টেস্টে করেছিলেন ১৩১ রান। আর প্রথম সেঞ্চুরির ঘটনা আরও পুরনো। ১২৮ বছর আগে ১৮৯৩ সালে লর্ডসে অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম। এতদিন সৌরভের ১৩১ রান সব দেশ মিলিয়ে লর্ডসে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস ছিল। আজ কনওয়ে সেটাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন।</p>