<p>ইউরো কাপের শুরুতেই ডেনিশ তারকা প্লেয়ার ক্রিশ্চিয়ান এরিকসেনের স্মৃতি এখনও টাটকা। এরিকসেন নিজে ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু সেই ভয়াবহ স্মৃতি ফিরল ওয়েস্ট ইন্ডিজের ২২ গজে। শুক্রবার রাতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন উইন্ডিজের মেয়েরা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে। ডাকওয়ার্থ-লুইস মেথডে ক্যারিবীয়রা জয় পেয়েছে ৭ রানে। </p> <p>এই ম্যাচেই ঘটেছে ভয়ানক এক ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময়ে হঠাৎ দেখা যায়, চিনেল হেনরি মাটিতে লুটিয়ে পড়েছেন। প্রথমে তার খিঁচুনি হচ্ছিল, তার পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘটনাটি ঘটে যায়। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা তাকে ঘিরে ধরেন। ছুটে আসেন ডাক্তার। মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে। এতে বিশেষ লাভ হয়নি। পরে স্ট্রেচারে করে  চিনেল হেনরিকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যেতে হয়। <img alt="" src="https://pbs.twimg.com/media/E5US6hZWQAM0KQn?format=jpg&name=large" style="float:left; height:405px; width:700px" /></p> <p>এই ঘটনার ঠিক পরেই ঝমঝম করে বৃষ্টি নামে। যার জেরে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। সেই সময়ে ক্রিকেটাররা সবাই মাঠের বাইরে বের হচ্ছিলেন। তখন আবার ওয়েস্ট ইন্ডিজের আর এক ক্রিকেটার এবং চিনেল হেনরির খুব কাছে বন্ধু চিডিয়ান নেশনও ড্রেসিংরুমের ঠিক বাইরে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়।  চিডিয়ান নেশনকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, দুজনেরই জ্ঞান ফিরেছে। আগের চেয়ে তারা ভালো আছেন। কিন্তু তাদের ঠিক কী হয়েছিল, সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।</p>