<p>নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখনো পর্যন্ত কোনো ফরম্যাটে জিততে পারেনি বাংলাদেশ। প্রতিবারই লজ্জার হার সঙ্গী হয় টাইগারদের। তবু ভদ্রলোকের দেশ নিউজিল্যান্ড নিয়মিতই বাংলাদেশের জন্য সিরিজ আয়োজন করে। সাদা পোশাকে নিউজিল্যান্ডের মাটিতে দলের পারফরম্যান্স যাচ্ছেতাই হলেও পাঁচ বছর আগে ওয়েলিংটন টেস্টের লড়াই থেকে অনুপ্রেরণা খুঁজছে টিম টাইগার। সেই লড়াই থেকে আশার প্রদীপ জ্বালাচ্ছেন 'টিম ডিরেক্টর' খালেদ মাহমুদ সুজন।</p> <p>নিউজিল্যান্ডের মাটিতে এখনো পর্যন্ত ৯ টেস্ট খেলে সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মাঝে পাঁচটিতে হেরেছে ইনিংস ব্যবধানে। 'অনুপ্রেরণার' ২০১৭ সালের ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ৭ উইকেটে হারে। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় খালেদ মাহমুদ জানালেন, এবার তাঁরা সেই পাঁচ বছর আগের কীর্তিকেও ছাড়িয়ে যেতে চান।</p> <p>সুজন বলেন, 'এর আগে নিউজিল্যান্ডে আমরা ১০টি (৯টি) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভালো নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল) ওয়েলিংটন টেস্ট। ওই টেস্টে শেষ দিনে চা বিরতির পর হেরে যাই আমরা। তবে ওই টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি যে, সেবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরো ভালো কিছু করতে। এখনো পর্যন্ত সব ভালো। ছেলেরা ফিট আছে, ভালো আছে। অনুশীলনও ভালো হচ্ছে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।'</p> <p>নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ আজ বড়দিনের ছুটি কাটাচ্ছে। ১ জানুয়ারি থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগের কয়েক দিনের পরিকল্পনা নিয়ে খালেদ মাহমুদ বলেন, 'আজকে আমাদের ডে অফ। কারণ আজকে ক্রিসমাস এখানে, সবার ছুটি। কেউ কাজ করছে না। আমাদের ছেলেদেরও তাই ছুটি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি। গতকাল জিম সেশন ছিল। আগামী দুই দিন, মানে ২৬ ও ২৭ ডিসেম্বর আমরা ট্রেনিং করব। আশা করি কঠোর ও ভালো ট্রেনিং হবে।'</p> <p><iframe frameborder=\"0\" height=\"360\" src=\"https://www.youtube.com/embed/8MHG-kc6lz4\" title=\"YouTube video player\" width=\"640\"></iframe></p>