<p>গায়ানায় আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডের আগে স্বাগতিক উইন্ডিজ দলে করোনাভাইরাস হানা দিয়েছে। করোনা পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অলরাউন্ডার কিমো পল। যে কারণে এই তরুণ ক্রিকেটার শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন। আজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।</p> <p>কিমো পলের বদলি হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তিনি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওভারপ্রতি ৭.৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ওয়ানডে সিরিজের দলে ছিলেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। এবার সুযোগ পেলেন মূল দলে। তার জায়গায় রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ওডিন স্মিথকে। </p> <p>সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেফার্ডই ছিলেন উইন্ডিজের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এই সিরিজের প্রথম ম্যাচেই তিনি ২১ রানে ৩ উইকেট নিয়েছেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভেন্যু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম আবার শেফার্ডের ঘরের মাঠ।</p>