<p>বিরাট কোহলির সমালোচকদের অন্যতম হলেন সুনিল গাভাস্কার। ভারতের সাবেক কিংবদন্তি ওপেনার দু’দিন আগেই কোহলির ওপর খেপেছিলেন। কারণ কোহলি বলেছিলেন, খারাপ সময়ে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ তার খবর নেয়নি। এশিয়া কাপের মঞ্চে কোহলি সেঞ্চুরি পাওয়ার পর আবারও তাকে নিয়ে মুখ খুললেন গাভাস্কার।</p> <p>এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে ১০২০ দিন পরে আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। আইপিএলেও কোহলি যে পাঁচটি সেঞ্চুরি করেছেন, সেগুলোও ওপেনিংয়ে নেমে। তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করা উচিত কোহলির? কয়েক দিন ধরেই এ বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। কোহলিকে ওপেনিংয়ে পাঠালে সে ক্ষেত্রে লোকেশ রাহুলকে বসতে হবে। সেটা সম্ভব নয়।</p> <p>এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনিল গাভাস্কার। সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে কোহলির ওপেন করা নিয়ে গাভাস্কার বলেন, ‘কোহলিকে তৃতীয় ওপেনার হিসেবে ভাবতে পারে ভারত। তাহলে রোহিত শর্মা আর লোকেশ রাহুলের সঙ্গে আর কোনো ওপেনারকে নিতে হবে না। এতে দলের ভারসাম্য আরো ভালো হবে। কারণ আরো একজন ব্যাটার নেওয়া যাবে। যে ৭০টা সেঞ্চুরি করেছে, তার পিঠে বোঝা থাকতে পারে না। কোহলি যে এর আগে রান করছিল না সেটা নয়। ৬০-৭০ রান করছিল। কিন্তু সেঞ্চুরি আসছিল না।’ </p>