জামালকে নিয়েই শেখ রাসেল দল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
জামালকে নিয়েই শেখ রাসেল দল

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়েই নতুন মৌসুমের দল গড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জামালের আর্জেন্টিনায় খেলার গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্লাব পরিচালক (অর্থ) মোহাম্মদ ফখরুদ্দিন জানিয়েছেন, ‘জামাল গত মৌসুমের মত এই মৌসুমের জন্যও শেখ রাসেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কোথায় কে কী বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতে আমরা কান দিচ্ছি না। জামাল আমাদের সঙ্গে আছে এবং থাকবে।

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োর সঙ্গে জামাল চুক্তি করে ফেলেছেন, এমন খবর ছড়ানোর পর অবশ্য জাতীয় দলের এই মিডফিল্ডার নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি অস্বীকার করেছেন। মোহাম্মদ ফখরুদ্দিন জানিয়েছেন, নতুন মৌসুমের যে খেলোয়াড় তালিকা শেখ রাসেল বোর্ড সুপারিশ করেছে, ক্লাবের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর তা অনুমোদনও করেছেন। ৪ জন বিদেশি খেলোয়াড়সহ ২৭ জন ফুটবলারকে এর মধ্যে তাঁরা চুড়ান্ত করেছেন। জামালের সঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা ও গোলরক্ষক মিতুল মারমা খেলবেন এবার রাসেলে।

সুমন বসুন্ধরা কিংস থেকে এবং ফর্টিস এফসি থেকে যোগ দিয়েছেন মিতুল। এছাড়া আছেন শওকত রাসেল, তানভীর হোসেন, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, নিহাত জামান, সারওয়ার জামান, দীপক রায়, সুজন বিশ্বাসের পারফর্মাররা। দীপক আফগানিস্তানের বিপক্ষে সিনিয়র জাতীয় দলে সুযোগ পেতে যাচ্ছেন। পুরো স্কোয়াডটা তারুণ্য নির্ভর বলেই জানিয়েছেন শেখ রাসেল পরিচালক ফখরুদ্দিন, ‘আমারে স্কোয়াডের সব খেলোয়াড় ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
তরুণ ফুটবলারদের অন্তত ২ বছর বা তারও বেশি সময় দলের সঙ্গে রেখে তাদের আমরা আরো ভালো মানের ফুটবলার হিসেবে তৈরি করতে চাই।’

যে চারজন বিদেশী চুড়ান্ত করা হয়েছে এর মধ্যে ফরোয়ার্ডেই তিনজন। সেন্টার ফরোয়ার্ড হাইতির অনুর্ধ্ব-২০ দলে খেলা ফ্র্যান্টজেটি হেরার্ড। অন্য দুজন কিরগিজ প্রিমিয়ার লিগে খেলা উজবেকিস্তানের আব্দুলখাকভ আব্দুররাখমন ও বুরুন্ডির সেলেমানি ল্যান্ড্রি। সবশেষ মুক্তিযোদ্ধায় খেলেছেন ল্যান্ড্রি।

মিডফিল্ডে নেওয়া হয়েছে জাপানের কোডাই লিডাকে। আরও একজন বিদেশি সেন্টারব্যাক দলের সঙ্গে যুক্ত হবেন। 

২০২৩-২৪ মৌসুমের শেখ রাসেল দল
গোলরক্ষক : মিতুল মারমা, রকিবুল ইসলাম তুষার, নাঈম মিয়া, মেহেদী ইসলাম রব্বানী।

ডিফেন্ডার : শওকত রাসেল, তানভীর হোসেন, আরিফুল ইসলাম, সাগর মিয়া, আপন সরকার, মনির আলম, শাহীন আহমাদ, আবিদ আহমেদ, জিন্টু।

মিডফিল্ডার : জামাল ভ‚ইয়া, কোডাই লিডা (জাপান), মোহাম্মদ মুন্না, শহীদুল ইসলাম সুমন, নিহাত জামান উচ্ছ¡াস, ইকবাল হোসেন, সারওয়ার জামান নিপু, মাহাদুদ হোসেন ফাহিম

ফরোয়ার্ড : দীপক রায়, সেলেমানি ল্যান্ড্রি (বুরুন্ডি), সুজন বিশ্বাস, আব্দুলখাকভ আব্দুররাখমন (উজবেকিস্তান), ফ্র্যান্টজেটি হেরার্ড (হাইতি) ও সুমন রেজা।

মন্তব্য

চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি
বিরাট কোহলি। ছবি : এএফপি

অবসর নেওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলির। জানিয়েছেন, খুব শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, 'উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে।

'

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে খেলছেন কোহলি। তবে এখনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভাবেননি কোহলি। বলছেন, ‘চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না।

এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব।
এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না।’

কোহলি আরো বলেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ক্ষিদে থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে এক বার বেশ ভালো কথাবার্তা হয়েছিল। ও আমাকে বলেছিল, সব সময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে।

কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়।’

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরে ফিরেছে ভারত। চার বছর পর আবার অজি সফর থাকবে না বলেই মনে করেন কোহলি। গত বছর পার্থে সিরিজের প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করলেও পুরো সিরিজ জুড়ে নিজের সেরা ছন্দে ছিলেন না কোহলি। তাই আগামীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেই দুঃখ ভোলারও কোনো সুযোগ থাকছে না বলে জানান এই ভারতের সাবেক এই অধিনায়ক, ‘তবে আমি এটা নিয়ে ভাবতে পারি না। হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না। আমি জানি না। তাই জীবনে যা ঘটেছে, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য
ডিপিএল

সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষদিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। 

বিকেএসপির তিন নম্বর মাঠে নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩২ রানের সুবাদে বড় পুঁজি পায় দলটি। এ ছাড়া হাবিবুর রহমান সোহান করেন ৪৫ রান। অন্যদিকে, শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফসান আহমেদ।

বর্তমানে লক্ষ্য তাড়ায় ব্যাট করছে রায়ান রাফসানের নেতৃত্বাধীন দলটি।

দিনের অন্য ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে গুলশান শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায়। তিনে নেমে লিটন দাস ফেরেন মাত্র ২২ রানে।

অর্ধ-শতক তুলে নেন আজিজুল তামিম। তার ৬২, ইফতেখার হোসেনের ৩২ এবং নাঈম ইসলামের ২৭ রান ছাড়া অবশ্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে গুলশান ৯ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।

বিকেএসপিতে চলমান আরেক ম্যাচে খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে রূপগঞ্জ নির্ধারিত ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে অমিত মজুমদার সর্বোচ্চ ৮১, আবদুল্লাহ আল গালিব ৫৭, আরিফুল হক ৪০ এবং অধিনায়ক আল-আমিন জুনিয়র ৩২ রান করেন। বিপরীতে ৩টি করে উইকেট শিকার করেন অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান। 

মন্তব্য

৭২ ঘণ্টার কম বিশ্রাম দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৭২ ঘণ্টার কম বিশ্রাম দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
কার্লো আনচেলোত্তি। ছবি : এএফপি

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল। তবে জয় পেতে ঘাম ছুটে গেছে লস ব্লাঙ্কোদের। দলের এই সংগ্রামের পেছনে ম্যাচের ব্যস্ত সূচিকে দায়ী করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। আগামীতে দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিরতি না দিলে ম্যাচ বয়কট করবে বলেও জানান তিনি।

 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় রাত ৯টায়।  ১২০ মিনিট ও একটি পেনাল্টি শুটআউটসহ খেলা শেষ হয় মধ্যরাতে। রিয়ালের পরের ম্যাচ ছিল লা লিগায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০টায় ভিয়ারিয়ালের বিপক্ষে। অর্থাৎ, ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে।

এমন ঘন সূচিতে বিরক্ত রিয়াল মাদ্রিদ।

গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ‘ঘন সূচি নিয়ে রিয়াল মাদ্রিদ ফিফার সহায়তা চাইবে ... যাতে ভবিষ্যতে এমনটা আর কখনো না হয়।’

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এলে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তিকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। ক্লাবের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি মনে করি আজ শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম।

ভবিষ্যতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটা শেষবার।’

৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘না, অবশ্যই না।’

ফিফা খেলোয়াড়দের স্বাস্থ্যের সুরক্ষার জন্য ৭২ ঘণ্টার কম বিশ্রাম না নেওয়ার সুপারিশ করেছে।

তবে ম্যাচের সময়সূচি নির্ধারণ করে প্রতিযোগিতার কতৃপক্ষ। স্পেনে লা লিগা লিগ ম্যাচের সময় নির্ধারণ করে।

মন্তব্য

পিএসএলের অনাপত্তিপত্র চাননি লিটন-রিশাদরা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
পিএসএলের অনাপত্তিপত্র চাননি লিটন-রিশাদরা
তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা ।

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে আগামী ১১ এপ্রিল থেকে। তবে গতকাল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড কিছুই জানে না।

তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা এখনো বোর্ডের কাছে টুর্নামেন্টটি খেলতে অনাপত্তিপত্রের জন্য লিখিত আবেদন করেননি।

তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তাঁরা মৌখিকভাবে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এখনো কোনো সাড়া পাননি। টুর্নামেন্টটি খেলতে জটিলতার কারণ একটিই, একই সময়ে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এ সিরিজে দুটি টেস্ট ম্যাচ আছে।

টেস্ট দলের দুই নিয়মিত মুখ পেসার নাহিদ ও উইকেটকিপার-ব্যাটার লিটনকে ছাড়পত্র দেওয়া নিয়েই মূলত দ্বিধাদ্বন্দ্বে আছে বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদের কথায়ও ব্যাপারটা পরিষ্কার। গতকাল বিসিবির ইফতার অনুষ্ঠানে তিন ক্রিকেটার পিএসএলে খেলার ছাড়পত্র পাবেন কি না এমন প্রশ্নে ফারুক বলেছেন, ‘ওরা কেউ আবেদন করেনি। আমি গত পরশু (বৃহস্পতিবার) পর্যন্ত যতটুকু জানি।

আবেদন করলে তখন আমরা ভেবে দেখব।’

আবেদন করলে খেলতে দেওয়া হবে কি না এমন প্রশ্নেও অবশ্য ‘যদি’, ‘কিন্তু’ রেখে দিয়েছেন ফারুক। তাঁর কথা, ‘আবেদন করলে পরে আমরা সিদ্ধান্ত নেব।’ নাহিদ, লিটন ও রিশাদকে যথাক্রমে দলে নিয়েছে পেশোয়ার জালমি, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স।

মন্তব্য

সর্বশেষ সংবাদ