<p>চলতি বছরের শুরুতে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করে চরম বিতর্কিত হয়েছিলেন সাকিব আল হাসান। সেই দোকানের মালিক আরাভ খান ওরফে রবিউল হলেন ঢাকায় পুলিশ খুনের আসামী। সেই ঘটনায় অনেক জলঘোলা হয়েছিল। প্রশাসনের উচ্চ মহল নড়েচড়ে বসেছিল। তারপর অন্য ঘটনাগুলোর মতোই সেই ইস্যু হারিয়ে যায়। যেটা আবার মনে করালেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব।</p> <p>এশিয়া কাপ উপলক্ষে জাতীয় দল যখন মিরপুরে কঠোর অনুশীলন করছে, তখন সাকিব খেলছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। সেই আসরে নিজের শেষ ম্যাচটি খেলে সাকিব উড়াল দেন দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে তিনি এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করেন। সাথে ছিলেন ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এই প্রতিষ্ঠানটির মালিক তিন বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম। যাদের নামের ইংরেজি অদ্যাক্ষর দিয়েই দোকানের নামকরণ করা হয়েছে।</p> <p>উদ্বোধনী আনুষ্ঠানের একটা ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করেছেন সাকিব। সেখানে বক্তব্য রাখার এক পর্যায়ে তিনি বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’ বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের আজ সোমবার দেশে ফেরার কথা। পরবর্তী দুই-একদিনের মধ্যেই তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে বাংলাদেশ দলের উড়াল দেওয়ার কথা।</p>