<p>আবার ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। বিশাখাপত্তনমে আগের ম্যাচে ভারতের জয়ে করেছিলেন তিনি ডাবল সেঞ্চুরি। দুর্দান্ত ছন্দটা ধরে রেখে রাজকোটে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল।<br /> এবার ২১৪ রানের হার না মানা অসাধারণ ইনিংস খেলেছেন ভারতীয় এই তরুণ। আক্রমনাত্বক ব্যাটিংয়ের অপূর্ব প্রদর্শনীতে ১২টি ছক্কা এবং ১৪টি চারে ২৩৬ বলে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন তিনি। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন তাঁর। এতদিন টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ড ছিল ওয়াসিম আকরামের। রাজকোটে পাকিস্তান কিংবদন্তির রেকর্ডটা ছুঁলেন যশস্বী জয়সওয়ালও।<br /> যশস্বীর অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৩০ রানে ভারতের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন রোহিত শর্মা। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ৫৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। রান তাড়ায় টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। রাজকোটে জিততে হলে টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়ায় নতুন রেকর্ড গড়তে হবে বেন স্টোকসের দলকে। <br /> শুভমান গিল আউট হন ৯১ রানে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় সরফরাজ খান অপরাজিত থাকেন ৬৮ রানে। ৭২ বলে ৬টি চার এবং ৩ ছক্কায় বিস্ফোরক হাফসেঞ্চুরিটি করেছেন সরফরাজ। ক্রিকইনফো</p>