<p>অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সেন্টার ব্যাকের একজন হিসেবে পুরো ম্যাচেই পরিশ্রম করে খেলেছেন মেহেদী হাসান। তবে যে দুটি গোল হয়েছে, তাতেও তার সংশ্লিষ্টতা আছে। প্রথম গোলটিতে তিনি বল ক্লিয়ার করতে চেয়ে পারেননি, তার পায়ে লেগে বল জালে চলে যায় দুর্ভাগ্যজনকভাবে। পরের গোলদাতার মার্কিংয়েও ছিলেন মেহেদী। কিন্তু আলতো ধাক্কায় পড়ে গিয়ে তার ফাউলের আবেদন কাজে দেয়নি, বাংলাদেশকে দ্বিতীয় গোল হজম করতে হয়।</p> <p>পুরো মৌসুম মোহামেডানের হয়ে আস্থা নিয়েই খেলেছেন এই সেন্টার ব্যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বনাথ ঘোষের কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞা থাকায় কাবরেরা মেহেদীকে ডেকে নেন। তবে লেবাননের বিপক্ষেই যেহেতু বিশ্বনাথ ফিরতে পারছেন, মেহেদীকে তাই আর দলের সঙ্গী করেননি স্প্যানিশ কোচ। লেবাননের বিপক্ষেও তিন সেন্টার ব্যাকই খেলাবেন নাকি চারজনের ব্যাক লাইনে ফিরে যাবেন, সেই পরিকল্পনা কাতার পৌঁছেই সাজানোর কথা বাংলাদেশ কোচের। তিন সেন্টার ব্যাকের একজন হিসেবে বিশ্বনাথও খেলতে পারেন। তবে চার ব্যাকলাইনে গেলে বিশ্ব তার অভ্যস্ত রাইট ব্যাক পজিশনে ফিরবেন।</p> <p>দুজনের কার্ড সমস্যা থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ জনের স্কোয়াড ডেকেছিলেন কাবরেরা। কাতারে যাচ্ছেন অবশ্য ২৩ জনই। মেহেদীর সঙ্গে দল থেকে বাদ পড়েছেন তরুণ রাব্বি হোসেন ও লম্বা সময় পর জাতীয় দলের ক্যাম্প ফেরা মোহাম্মদ আব্দুল্লাহ।</p>