<p>বন্যায় তলিয়ে গেছে বাংলাদের বেশ কিছু জেলা। স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে সে অঞ্চলের মানুষ। বানের পানিতে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে জেলাগুলোর মানুষের সাহায্যে এগিয়ে এসেছে গোটা দেশের মানুষ।</p> <p>বন্যাকবলিতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ঢল নেমেছে মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বানভাসি মানুষকে সাহায্যের ছবি ও ভিডিও। তামিম ইকবাল এমন কিছু ছবি একসঙ্গে করে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন।</p> <p>ত্রাণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতার এসব ছবি একসাথে করে তামিম ইকবাল ক্যাপশনে লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কি? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’</p> <p>এর আগে আরেকটি পোস্টে তামিম বন্যা দুর্গতদের সহাহতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সেখানে তিনি লিখেন, ‘স্লোগান আমাদের একটিই- মানুষ মানুষের জন্য।’<br />  </p>