<p style="text-align:justify">বয়স তো আর কম হলো না! ৩৯ বছর পেরিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল তারকার চেয়ে কম বয়সে অনেকে বুটজোড়া ‍তুলে রেখেছেন। তাই পাঁচবারের ব্যালন ডি’ অরজয়ীর অবসর নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে।</p> <p style="text-align:justify">এই জল্পনাটা অবশ্য নতুন নয়। গত কয়েক বছর ধরেই শুনতে হচ্ছে রোনালদোকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেই তাকে শুনতে হয় কবে এবং কোথায় অবসর নিচ্ছেন তিনি। স্বদেশি চ্যানেল নাউকে সাক্ষাৎকার দেওয়ার সময়েও ব্যতিক্রম কিছু ঘটেনি। তাকে উত্তর দিতে হয়েছে কবে অবসর নিচ্ছেন তিনি।</p> <p style="text-align:justify">পর্তুগালের চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় রোনালদো জানিয়েছে বুটজোড়া তুলে রাখার সময় হয়নি তার। খেলে যেতে চান আরো ২-৩ বছর। আল নাসরে ক্যারিয়ারের ইতি টানতে চান বলেও জানিয়েছেন তিনি। ‘সিআর সেভেন’ বলেছেন, ‘জানি না, খুব শিগগির নাকি ২-৩ বছর পর থামব। তবে সম্ভবত আল নাসরেই ক্যারিয়ারের ইতি টানব। এটি এমন এক ক্লাব, যেখানে আমি সুখে আছি। সঙ্গে ক্লাব এবং দেশ মিলে ভালো অনুভব করছি।’</p> <p style="text-align:justify">যত দিন পারেন, তত দিন সৌদি আরবের লিগে খেলতে চান রোনালদো। পর্তুগালের অধিনায়ক বলেছেন, ‘এ কারণেই আল নাসরে ক্যারিয়ারের সমাপ্তি রেখা টানতে পারি। আরব লিগে খেলতে পেরে আমি খুশি এবং চালিয়ে যেতে চাই।’</p> <p style="text-align:justify">আর জাতীয় দল থেকে যখন অবসর নেবেন তখন কাউকে জানাবেন না বলে জানিয়েছেন রোনালদো। ১৩০ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘যখন জাতীয় দল ছাড়ার ঘোষণা দেব তখন আগে থেকে কাউকে জানিয়ে রাখতে চাই না। ক্যারিয়ারের সবচেয়ে সাবলীল সিদ্ধান্ত হবে এবং সেটা ভেবেচিন্তে নিতে চাই।’</p> <p style="text-align:justify">আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নেশন্স লিগে খেলার কথাও জানিয়েছে রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘এই মুহূর্তে সামনের ম্যাচগুলোয় জাতীয় দলকে সহায়তা করতে চাই। সামনে নেশন্স লিগ আছে এবং সেই টুর্নামেন্টে সত্যি খেলতে চাই।’</p>