<p>নেইমার ২০২৩ সালে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। খেলেন আল হিলালের হয়ে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে এই মৌসুমে যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। এর আগে ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুজনই একসঙ্গে খেলেছেন প্যারিস সেন্ট-জার্মেইতে। </p> <p>নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক পিএসজিতে শুরুর দিকে বন্ধুত্বপূর্ণ থাকলেও সময়ের সঙ্গে স্বার্থের সংঘাতে সম্পর্ক তিক্ত হয়ে উঠে। লম্বা সময় একসঙ্গে কাটানোর পর তিক্ততা নিয়েই শেষ পর্যন্ত আলাদা হয়ে যান বর্তমান সময়ের দুই তারকা।</p> <p>মাদ্রিদে যোগ দিয়ে এমবাপ্পের সাথে বেশ উষ্ণ সম্পর্ক হয়ে উঠে রিয়ালে খেলা ব্রাজিলিয়ানদের সাথে। বিশেষ করে ভিনিসিয়ুসের সঙ্গে এমবাপ্পের সুসম্পর্ক এখন প্রকাশ্যে। </p> <p>এবার এমবাপ্পেকে নিয়ে রিয়ালে খেলা ব্রাজিলিয়ানদের বার্তা দিয়েছেন নেইমার। ‘ইউরোপ ওয়ান’ নামে একটি পডকাস্টে সাইরিল হানুনা বলেছেন, ‘রিয়ালে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু। আর নেইমার ও এমবাপ্পের মধ্যে যুদ্ধটা সব সময় বিরাজমান ছিল। সেই পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান। যেখানে সে তাদের বলে, এমবাপ্পের সঙ্গে খেলাটা বিপর্যয়কর। এটা অনেকটা নরকযন্ত্রণার মতো।’</p>