<p>চ্যাম্পিয়নস লিগে দিনামো জাগরেবকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। একাই চার গোল করেন হ্যারি কেইন। তবে কেইনের তিনটি গোল এসেছে পেনাল্টি থেকে। </p> <p>মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ৯-২ গোলে জিতেছে বায়ার্ন। এ নিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার কীর্তি গড়ল বায়ার্ন।</p> <p>১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নের যাত্রা শুরু করেন কেইন। ৩৩ মিনিটে জামাল মুসিয়ালার এসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন গেরেইরো। ৫ মিনিট পর জসুয়া কিমিচের এসিস্ট থেকে হেডে গোল করেন ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসে। </p> <p>দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে ব্রুনো পেতকোভিচ ও তাকুইয়া ওগিওয়ারা দুই গোলে আশা জাগায় জাগরেব। তবে জোড়া গোল খেয়ে আরো তেতে উঠে বায়ার্ন। ৫৭তম মিনিটে কিমিচের শট গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সামনেই ছিলেন কেইন, বল পেয়ে সহজেই জালে পাঠান তিনি। ৬১ মিনিটে মুসিয়ালার এসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন ওলিস। ৭৩ ও ৭৮ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে নিজের এক হালি গোলের কোটা পূরণ কেইন। পরে আরো দুটি গোল করেন লেরয় সানে ও লেয়ন গোরেৎসকা। </p> <p><img alt="চার গোল করেন হ্যারি কেইন। এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/wfdedg111.jpg" width="1000" /></p> <p>চ্যাম্পিয়নস লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে ওয়েইন রুনিকে (৩০ গোল) ছাড়িয়ে সর্বোচ্চ গোল কেইনের (৩৩ গোল)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অভিষেকে এমবাপ্পে–এনদ্রিকের গোল, বড় জয় রিয়ালের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726630594-3ac05e0a08506d240b4190f24d1b349a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অভিষেকে এমবাপ্পে–এনদ্রিকের গোল, বড় জয় রিয়ালের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/09/18/1426515" target="_blank"> </a></div> </div> <p>এর আগে চ্যাম্পিয়নস লিগে কোনো দল যে ৯ গোল হজম করেনি। ২০১৬ সালের বরুসিয়া ডর্টমুন্ড ও লেগিয়া ওয়ারশর ১২ গোলের সেই ম্যাচে ৮ গোল করেছিল ডর্টমুন্ড। এটিই চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে এক ম্যাচ সর্বোচ্চ গোল। এই ম্যাচে হয় দ্বিতীয় সর্বোচ্চ গোল।</p>