<p>বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ জয়হীন আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে হারের এক মাস পর ভেনেজুয়েলার মাঠেও ১-১ গোলে ড্র করেছে স্কালোনির শিষ্যরা। আগামীকাল সকালে আরেকটি ম্যাচ খেলতে নামছে মেসিরা। এ ম্যাচে জয় পেতে মরিয়া আলবিসেলেস্তেরা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেমন কোচ ফিল সিমন্স?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728992187-c49fcf9ed18198f2d5063f31db70a9b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেমন কোচ ফিল সিমন্স?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/15/1435406" target="_blank"> </a></div> </div> <p>বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল সকালে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী আগামীকাল ম্যাচের শুরুর একাদশে তার খেলার কথা।তার ফেরায় জায়গা হারাবেন জিওভানি লো সেলসো। শুরুর একাদশে থাকবেন ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নামা লাওতারো মার্টিনেজও। <br />  <br /> ফরোয়ার্ডে একাদশে প্রথমবার একসাথে দেখা যেতে পারে লিওনলে মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ ত্রয়ীকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বরখাস্ত হলেন হাথুরাসিংহে, নতুন কোচ ফিল সিমন্স" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728993163-abc6ed5cd20a6cfab5fe7632e07b214d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বরখাস্ত হলেন হাথুরাসিংহে, নতুন কোচ ফিল সিমন্স</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/15/1435391" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় থাকা ক্রিস্টিয়ান রোমেরেও ফিরছেন এ ম্যাচ দিয়ে। তার সাথে রক্ষণ সামলাতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ ও গঞ্জালো মনতিয়েল। </p> <p>ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ( ১৬ অক্টোবর) সকাল ৬টায়।</p>