<p>আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিকের তিন দিন পর আবারও হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। এবার হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামির হয়ে। ২ গোলে পিছিয়ে পড়ার পরও মেসির হ্যাটট্রিক ও সুয়ারেজের জোড়া গোলে মিয়ামি জিতেছে বড় ব্যবধানে। </p> <p>যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আজ নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙেছে দলটি। এমএলএসের নিয়মিত মৌসুমে মিয়ামির মোট পয়েন্ট এখন ৭৪, এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ছিল নিউ ইংল্যান্ডের। </p> <p>এ দিন শুরুর একাদশে ছিলেন না মেসি। ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে পেয়েছন হ্যাটট্রিকের দেখা। তার হ্যাটট্রিকটি এসছে ১১ মিনিটের ব্যবধানে। ৭৮ মিনিটে প্রথম গোলের পর ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন।  এমএলএসের এ মৌসুমে ১৯ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ২০টি। সমান গোল গোল সুয়ারেজেরও। আজকের ম্যাচেও করেছে জোড়া গোল।  </p>