<p>এল ক্লাসিকো মানেই ধ্রুপদি ফুটবলের এক রোমাঞ্চকর লড়াই। এল ক্লাসিকো মানেই নতুন বাঁক, নতুন গল্প। সময়ের পরিক্রমায় চরিত্রগুলো পাল্টায়, কিন্তু এল ক্লাসিকোর উত্তেজনা, রোমাঞ্চ ও ঝাঁজ থাকে সব সময় অভিন্ন। মাঠের লড়াইয়ে কেউ কাউকে দিতে চায় না বিন্দুমাত্র ছাড়।</p> <p>প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়ার চিরায়ত সেই ব্রত বুকে লালন করে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার এই লড়াই বাতলে দিতে পারে লা লিগার শিরোপার সম্ভাব্য গন্তব্যও! </p> <p>হ্যান্সি ফ্লিকের অধীনে মাঠে দারুণ সময় কাটাচ্ছে বার্সেলোনা। ১০ ম্যাচে ৯ জয়ে লিগের শীর্ষে এখন কাতালানরা। রিয়াল এখনো কোনো ম্যাচ হারেনি ঘরোয়া লিগে।</p> <p>তবে তিন ড্রয়ে কাতালানদের চেয়ে ৩ পয়েন্ট পেছনে পড়েছে লস ব্লাংকোসরা। আজ রাতে বার্নাব্যুতে বিজয়োল্লাস করতে পারলে পয়েন্টে কাতালানদের ছুঁয়ে ফেলবে কার্লো আনচেলোত্তির দল। তবে ফলটা উল্টো হলে মাদ্রিদের অভিজাতদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাবে বার্সেলোনা। তখন লিগ শিরোপার লড়াইয়েও খানিকটা সুবিধাজনক অবস্থানে চলে যাবে কাতালানরা।</p> <p>সাম্প্রতিক সময়ে ফুটবলের রোমাঞ্চকর এই দ্বৈরথের গল্পটা যদিও বড্ড একেপেশে। যেখানে শুধু রিয়ালের বিজয়গাথা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চারটি এল ক্লাসিকোতেই বিজয়োল্লাস করেছে মাদ্রিদের অভিজাতরা। কিন্তু গল্পটা এবার অন্যভাবে লেখানোর সামর্থ্য ভালোভাবেই আছে তারুণ্যনির্ভর বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের অসাধারণ জয়ের তরতাজা আত্মবিশ্বাস সঙ্গী করেও মাঠে নামবেন রাফিনিয়া, রবার্ত লেভানদোস্কি, লামিনে ইয়ামালরা।</p> <p>বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে অসাধারণ জয়ের সুখস্মৃতি সঙ্গী রিয়ালেরও। বার্নাব্যুতেই চার দিন আগে চ্যাম্পিয়নস লিগে দুই গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের বীরোচিত গল্প লিখে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছিল লস ব্লাংকোসরা। ওই ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচের বাঁক বদলে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। পরের রাতে বার্সার জার্সিতে হ্যাটট্রিক করেন তাঁর ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনিয়া। ছন্দে আছেন লেভানদোস্কি এবং প্রথম এল ক্লাসিকো খেলা কিলিয়ান এমবাপ্পেও। কিন্তু রিয়ালের জন্য দুঃসংবাদ হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পাচ্ছে না রোদ্রিগো ও থিবো কর্তোয়াকে। দানি কার্ভাহাল তো ছিটকে গেছেন আরো আগে। তবু বার্নাব্যুতে মুগ্ধকর এক লড়াইয়ের প্রত্যাশা করতে পারেন ফুটবলপ্রেমীরা। ইএসপিএন</p>