<p>সমালোচনার চাপ, নাকি পারফরম্যান্সে ঘাটতি? নাজমুল হোসেন ‘ব্যক্তিগত’ কারণ উল্লেখ করে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি দেননি তিনি, মৌখিকভাবে টিম ম্যানেজমেন্ট ও বোর্ড পরিচালকদের এ কথা জানিয়েছেন। বিসিবি অবশ্য এখনই নাজমুলকে ছাড়তে চাচ্ছে না। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এল ক্লাসিকোয় বার্সা ঝড়, বিধ্বস্ত রিয়াল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1729980418-ddd2fa5ea7f7a4e2915ee07e5ed85136.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এল ক্লাসিকোয় বার্সা ঝড়, বিধ্বস্ত রিয়াল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/27/1439596" target="_blank"> </a></div> </div> <p>গত রাতে সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরেছেন। তিনি নাজমুলের সঙ্গে কথা বলে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করবেন বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।</p> <p>নাজমুলের নেতৃত্বে নিউজিল্যান্ড ও পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। তবু তাঁর দল পরিচালনার কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। সে জন্যই কি আট মাসের মাথায় সরে দাঁড়াতে চাচ্ছেন তিনি? গতকাল তেমনই ইঙ্গিত দিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন, ‘এত প্রতিভাবান একজন খেলোয়াড়। আমাদের কারণেই অধিনায়কত্ব করতে পারছে না। আমাদের মতো একটা দেশের অধিনায়ক হওয়া মানে সব সময় চাপে থাকতে হয়। আমরা যে পরিমাণ সমালোচনা করি, তাঁর জন্য কঠিন হয়ে যাচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারেকের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730003523-91293e122223f0c091e4ed4e50bfc7a2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারেকের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/10/27/1439627" target="_blank"> </a></div> </div> <p>মৌখিকভাবে অনিচ্ছার কথা জানিয়েছেন নাজমুল। তাতে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে সম্ভাব্য নতুন অধিনায়কসংক্রান্ত আলোচনা বাড়তে দিলেন না নাজমুল আবেদীন, ‘ওকেই (নাজমুল) আবার অনুরোধ করে রাখা হয় কি না, বসে সিদ্ধান্ত নিতে হবে। সে এত দিন ধরে অধিনায়কত্ব করছে। এটা তো সময়ের বিনিয়োগ।’</p>