<p>গতরাতে এল ক্লাসিকোয় <a href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/27/1439596"><span style="color:#0782c1">বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ</span></a>। ৮৪ মিনিটে বার্সার হয়ে শেষ গোলটি করেন রাফিনিয়া। তার এই গোলের পর বাঁধে এক বিপত্তি। সেই সময় কার্লো আনচেলত্তিকে টিভি রিপ্লেতে দেখা গেছে ডাগআউটে আঙুল উঁচিয়ে বার্সার কোচ হ্যান্সি ফ্লিককে কিছু একটা বলতে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অধিনায়কত্ব চালিয়ে যেতে শান্তকে অনুরোধ করবেন বিসিবি সভাপতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730003885-4f89f1453ba00bf7f1e5d6ab6fbfd2d2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অধিনায়কত্ব চালিয়ে যেতে শান্তকে অনুরোধ করবেন বিসিবি সভাপতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/27/1439630" target="_blank"> </a></div> </div> <p>রাফিনিয়ার করা শেষ গোলের পর ডাগ আউটে চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন হান্সি ফ্লিকের সহকারীরা। তারা রিয়ালকে লক্ষ্য করে বেঞ্চের সামনে উদ্‌যাপন করছিলেন। আনচেলত্তির দাবি, তাদের উদ্‌যাপনের লক্ষ্যবস্তু ছিল রিয়ালের ডাগ আউট। এমন উদ্‌যাপন ভালো লাগেনি রিয়াল কোচের। ব্যাপারটি তার কাছে ‘অভদ্রোচিত’বলে মনে হয়েছে। </p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/27/my1198/াবট.jpg" width="1000" /></p> <p>হারের পর সংবাদ সম্মেলনে রিয়াল কোচ ঘটনাটি ব্যাখ্যা করেছেন,  ‘ফ্লিকের সঙ্গে নয়, তার সহকারীর সঙ্গে একটু সমস্যা হয়েছিল। সহকারী অভদ্রোচিতভাবে আমাদের বেঞ্চের সামনে উদ্‌যাপন করছিল। আমি ফ্লিককে স্বাভাবিকভাবেই ব্যাপারটি বলেছি এবং সেও একমত।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এল ক্লাসিকোয় বার্সা ঝড়, বিধ্বস্ত রিয়াল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1729980418-ddd2fa5ea7f7a4e2915ee07e5ed85136.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এল ক্লাসিকোয় বার্সা ঝড়, বিধ্বস্ত রিয়াল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/27/1439596" target="_blank"> </a></div> </div> <p>বার্সেলোনার কাছে  ৪ গোল হজম করেও এখনই দমে যেতে চান না আনচেলত্তি। লড়াই চালিয়ে চাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। লড়াই ছাড়া কোনো পথও যে খোলা নেই রিয়ালের। কারণ চিরপ্রতিদ্বন্ধি বার্সার সাথে ৬ পয়েন্টের ব্যবধান তাদের। ‘আমাদেরকে শেষ ৩০ মিনিট ভুলে যেতে হবে। মৌসুম অনেক লম্বা, আমাদের অবশ্য হাল ছাড়া যাবে না। আমাদের এটা থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই সব ছুঁড়ে ফেলতে হবে না। দল আরও ভাল করতে পারে এবং আমরা সেটা করব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিল হিজবুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730005971-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিল হিজবুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/27/1439644" target="_blank"> </a></div> </div> <p>ঘুরে দাঁড়ানোর জন্য আনচেলত্তি সামনে এনেছেন ২০২১-২২ মৌসুমের ঘটনা। ‘ঘরে বার্সেলোনার কাছে সশেষর্ব ৪-০ গোলে হারের মৌসুমে আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছি। আমরা লড়াই থামাব না।’</p>