<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে কোচ নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। কোচ হিসেবে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো মিকি আর্থারকে নিয়োগ দিয়েছে রংপুর।</p> <p>শুধু বিপিএলেই রংপুরের ডাগআউটে থাকবেন না আর্থার, গ্লোবাল সুপার লিগেও থাকবেন। আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া নতুন এই টুর্নামেন্টে রংপুরের সঙ্গে কাজ শুরু করবেন ৫৬ বছর বয়সী কোচ। </p> <p>আর্থারকে নিয়োগ দেওয়ার বিষয়ে রংপুরের পরিচালক শানিয়ান তানিম বলেছেন, ‘এবারের জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারের সঙ্গে চুক্তি করেছি আমরা। এটা ১ বছরের চুক্তি। আমাদের দলের জন্য সে অসাধারণ এক সংযোজন। তার অধীনে কোচিং করতে রোমাঞ্চিত আছে স্থানীয় খেলোয়াড়রা। জিএসএল ও বিপিএলের দল গড়তে গত ৭-৮ দিন তার সঙ্গে যোগাযোগ রেখেছি। সে সক্রিয় থেকে আমাদের সব সময় সহায়তা করেছে।’</p> <p>আর্থারকে কোচ করার ব্যাখ্যায় তানিম বলেছেন, ‘আমার মনে হয় রংপুরের সংস্কৃতির সঙ্গে সে যথাযথ। সে খুবই বন্ধুভাবাপন্ন। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কাজে আসবে। যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন সে। সেই ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো আন্তর্জাতিক দলকে কোচিং করিয়েছে।’</p> <p>এর আগেও বিপিএলের হয়ে কাজ করেছেন আর্থার। ২০১৫ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ। সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।</p>