<p>বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন পিটার বাটলার। কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ব্রিটিশ এই কোচ। বলেছেন, ‘মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। এটাই আমার শেষ ম্যাচ ছিল।'</p> <p>বাটলারের অধীনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। আজ দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন মনিকা ও ঋতুপর্ণা চাকমা। সর্বশেষ ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপেও স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হয়েছিল।</p> <p>চ্যাম্পিয়ন হওয়ার রেশও এখনো শেষ হয়নি। কিন্তু বাংলাদেশকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ার পরেই দুঃখের সংবাদ দিলেন বাটলার। অবশ্য এই প্রতিবেদককে আগেই জানিয়েছিলেন টুর্নামেন্ট শেষ হলেই দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। আজ তার ঘোষণায় তাই বাস্তবে প্রমাণিত হলো।</p> <p>সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে আসার আগে থেকে দলে বাইরের কেউ হস্তক্ষেপ করছে, এমন অভিযোগ করে আসছিলেন মেয়েদের কোচ পিটার বাটলার। নেপালের কাঠমাণ্ডুতে এসেও সেই অভিযোগ তুলেন এই ব্রিটিশ। ভুটানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘আমি খুবই হতাশা। বাইরে থেকে কিছু ব্যক্তি হস্তক্ষেপ করছে। আমাদের সমস্যা তৈরি করছে সাবেক একজন কোচ এবং অন্য কিছু ব্যক্তি এই মেয়েদের খোঁচাচ্ছে এবং প্ররোচিত করছে নিজেদের লক্ষ্য হাসিলের জন্য। আমি একজন পেশাদার কোচ এবং আমার চিন্তায় সবসময় আমার দল এবং বাংলাদেশের দমর্থকদের স্বার্থ সবার আগে থাকে। তবে কিছু লোকের ষড়যন্ত্র খেলোয়াড়দের মনোযোগ এবং মানসিকতাকে বিপর্যস্ত করছে।’</p> <p>সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না বাটলার- এমন অভিযোগ মনিকা চাকমা সরাসরি করলে কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এ নিয়ে পুরো টুর্নামেন্টে আলোচনা-সমালোচনা হলেও মাঠের খেলায়ই উভয় পক্ষই জয়ী হয়েছেন। তার প্রমাণ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া।</p> <p>গত মার্চে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন বাটলার। দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় এতে করে মাত্র ৭ মাসেই তার পথচলা থেমে যাচ্ছে। জাতীয় দলের কোচ হওয়ার আগে বাফুফের এলিট ফুটবল একাডেমির কোচ ছিলেন তিনি। আবারো সেখানকার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন তিনি।</p>