<p>চিকিৎসার জন্য আজ থাইল্যান্ডে যাচ্ছেন তিন ক্রিকেটার মুশফিক হাসান, আশিকুর জামান ও সাইখ ইমতিয়াজ শিহাব। এদিকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে খেলার সময় পাওয়া কাঁধের চোটে আসন্ন আফগানিস্তান সিরিজে তানজিম হাসান সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।</p> <p>এনসিএলের প্রথম রাউন্ডে সিলেট বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খেলার সময় কাঁধে চোট পান তানজিম। আজ বিসিবির মেডিক্যাল বিভাগ তাকে পর্যবেক্ষণ করলেও এখনো শঙ্কা কাটেনি বলেই জানা গেছে। ডানহাতি এই পেসার আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত সফরে যাব্বন কি না সেটি জানতে আরো দুই দিন অপেক্ষা করতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে।</p> <p>এদিকে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ম্যাচ না খেলেও চোটে পড়েন মুশফিক। গোড়ালিতে পাওয়া সেই চোট থেকে এখনো সুস্থ হননি এই ডানহাতি পেসার। চোটের বর্তমান অবস্থা জানতে তাকে থাইল্যান্ডে পাঠাচ্ছে বিসিবি।</p> <p style="text-align:center"><img alt="33" height="500" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/WhatsApp Image 2024-10-31 at 11.11.49 AM.jpeg" width="400" /></p> <p>জানা গেছে, একই ফ্লাইটে যাচ্ছেন আশিক ও শিহাব। তরুণ পেসার আশিক দীর্ঘদিন ধরেই কুঁচকির চোটে ভুগছিলেন। সেই চোট থেকে এই ডানহাতি পেসার মুক্তি পেলেও নতুন করে ডান কনুয়ের ব্যথায় ভুগছেন। চোটের জায়গায় অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সেই পরামর্শ নিতে গেছেন তিনি।</p> <p>বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার শিহাবের সমস্যা মূলত চোখে। স্কুল ক্রিকেটের টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই ক্রিকেটার এজন্য ঘরের মাঠে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজে ছিলেন না।</p>