<p>ধংসস্তূপে দাঁড়িয়ে আজ লড়াইয়ে ভিত গড়ার কথা ছিল মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর। কিন্তু ভিত গড়া তো দূরের কথা ইনিংসই নিঃশেষ হওয়ার অপেক্ষায় উপক্রম সকাল সকাল। দলীয় খাতায় ১০ রান যোগ হতে না হতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।</p> <p>এতে করে গতদিনের ৪ উইকেটে ৩৮ রানের সমীকরণ দাঁড়ায় ৮ উইকেটে ৪৮ রান। তখন নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানের বিব্রতকর রেকর্ড পাড় করলেও দ্বিতীয় সর্বনিম্ন হবে কিনা সেই শঙ্কা দেখা দিয়েছিল। সঙ্গে ঘরের মাঠে সর্বনিম্ন ৮৭ রানের বিব্রতকর রেকর্ড গড়ার দুঃস্বপ্ন উঁকি তো দিতেছিলোই।</p> <p>শেষ পর্যন্ত কোনো শঙ্কাই বাস্তবে সফল হতে দেননি মমিনুল ও তাইজুল ইসলাম। ৯ম উইকেটে ৭৩ রানের জুটি গড়ে সর্বনিম্ন রানের রেকর্ডের শঙ্কা থেকে মুক্তি তো পেয়েছে, পরে প্রথম টেস্টে মিরপুরে ১০৬ রানে অলআউট হওয়া ইনিংসকেও পেরিয়ে গেছে বাংলাদেশ। ফিফটি করে এখনো বাংলাদেশের হয়ে লড়ছেন মমিনুল। ৬১ রান করা বিপরীতে ১৭ রানে অপরাজিত আছেন তাইজুল। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১২১ রান। এখন ৪৫৪ রানে পিছিয়ে বাংলাদেশ।</p> <p>দলীয় ৪৬ রানে অধিনায়ক শান্তর (৯) আউটের মধ্যে দিয়ে বাংলাদেশের উইকেট পতন শুরু। এরপর একে একে ফিরে যান মুশফিকুর রহিম (০), মেহেদী হাসান মিরাজ (১) ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন (০)। দিনের শুরুর ৪ উইকেটের ৩টি নিয়ে টানা দ্বিতীয় টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। টেস্টে সিরিজে তাকে মোকাবিলা করার কোনো উপায়ই যেন পাচ্ছেন না বাংলাদেশের ব্যাটাররা। মিরপুর টেস্টেও যে তিনিই ধস নামিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। </p> <p>বাংলাদেশের ব্যাটিং দেখে মনেই হচ্ছে না এই উইকেটে ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। </p>