<p>ছাদখোলা বাস নিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ীদের জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেই অপেক্ষা অবশেষে ফুরাল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ীরা আজ দুপুরে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে। </p> <p>সকাল থেকেই বিমানবন্দরে সমর্থকরা অপেক্ষায় ছিলেন বিজয়ীদের দেখার জন্য। শুধু সমর্থকরাই নন, বিজয়ীদের বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন বাফুফের কর্মকর্তারা। সঙ্গে চ্যাম্পিয়নদের ফ্রেমবন্দি করতে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারসহ সাংবাদিকরা ছিলেনই।</p> <p style="text-align:center"><img alt="33" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/কাম.jpg" width="1000" /></p> <p>গতকাল বাংলাদেশ টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই নিশ্চিত হয় দেশে ফিরলে মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে। বিমানন্দরে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন করবেন দামাল মেয়েরা। আজ দুপুর ২টা ৪০ মিনিটে নামার পর সেভাবেই বরণ করা হলো মেয়েদের। বিমানবন্দর থেকেই ছাদখোলা বাসে বাফুফে ভবনে ফিরবেন চ্যাম্পিয়নরা।</p> <p>এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা বাসে উদযাপন করেছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারো সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা। মাঠে ট্রফি উদযাপন শেষে এবার ছাদখোলা বাসে উল্লাসের অপেক্ষায় বাংলাদেশের বাঘিনিরা।</p>