<p>ধৈর্যের খেলা হিসেবে পরিচিত টেস্ট ক্রিকেট। দক্ষতার সঙ্গে ব্যাটাররা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারেন সেটার প্রমাণ পাওয়া যায় ক্রিকেটের আদি সংস্করণে। অন্য দলের ব্যাটাররা এই পরীক্ষায় অসংখ্যবার উত্তীর্ণ হলেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার মধ্যেই ঘুরপাক খাচ্ছেন।</p> <p>যার প্রকৃষ্ট উদাহরণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ। পাঁচ দিনের এই খেলায় অন্য দলের ব্যাটাররা যখন সন্ধ্যা হলেও ঘরে ফিরতে চায় না তখন বিপরীত চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। সন্ধ্যা নামার আগেই যে ড্রেসিংরুমে গা এলিয়ে দেওয়ার ফুসরত খোঁজেন ব্যাটররা। মিরপুরের পর ব্যাটারদের ড্রেসিংরুমে ফেরার তাড়া চট্টগ্রামে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।</p> <p>সাগরিকার ব্যাটিং স্বর্গে ৬ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। সেই একই পিচে ভিন্ন চিত্র বাংলাদেশের। বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে তারা যখন ক্ষান্ত হন তখন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা ব্যাট হাতে নামার আগেই যেন শরীর এলিয়ে দেন। ক্রিজে নেমে কয়েক বল খেলেই উইকেটের মিছিলে যোগ দেন তারা। যেন অপেক্ষায় থাকেন এবার আমার আউট হওয়ার পালা!</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="55" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/বাংলাদেশ.....jpg" width="1000" /> <figcaption>প্রথম ইনিংসে ৮২ রান করা মমিনুল ফিরতি ইনিংসে আউট হয়েছেন ‘ডাক’ মেরে। ছবি: কালের কণ্ঠ, চট্টগ্রাম থেকে</figcaption> </figure> </div> <p>তা না হলে ব্যাটিং উইকেটে বাংলাদেশের এমন পরিণতি হয় কীভাবে? জন্মলগ্ন থেকেই যে মাঠে খেলছেন ব্যাটাররা সেই মাঠ তো অচেনা হওয়ার কথা নয়। দুই ইনিংস ব্যাটিং করেও তাই প্রতিপক্ষের রান শোধ দেওয়ার ক্ষমতা থাকে না বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের ২৪ বছরের ইতিহাসে ঘরে কিংবা বাইরে এমন দৃশ্যের জন্ম হার হামেশাই দিচ্ছে বাংলাদেশ।</p> <p>মিরপুরে ইনিংস ব্যবধানে হারের খুব কাছাকাছি ছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিকের জুটিতে সে টেস্টে কোনোমতে মান রক্ষা করলেও চট্টগ্রাম টেস্টে ইনিংস হার সফল করতেই যেন মাঠে নেমেছেন সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয়রা। আউট হওয়ার ধরণই যে এমনটা বলতে বাধ্য করছে। ডাউন দ্য উইকেটে এসে জাকির হাসানের ডিফেন্স করতে এসে আউট হওয়া কিংবা দল যখন মহাবিপদে তখন কেনই বা মিরাজ সুইপ খেলে ড্রেসিংরুমে ফিরবেন। আর খোঁচা মেরে উইকেটের পেছনে প্রতিপক্ষের হাতে ক্যাচ দেওয়ার অভ্যাস তো বাংলাদেশের পুরোনো। যেন চট্টগ্রাম টেস্টে উইকেটের হাইলাইটস শুরু হয়ে গেছে। </p>