<p>আইপিএলের পরবর্তী আসরের মোস্তাফিজুর রহমানকে রিটেইন (ধরে রাখা) করেনি চেন্নাই সুপার কিংস। যার কারণে ২০২৫ আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তার।</p> <p>আইপিএলের পরবর্তী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল আজ। প্রতিটি দলের পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারসহ মোট ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।<br /> চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে পাঁচ জনকে। তারা হলেন, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। </p> <p>এবারের আইপিএল শুরুর আগে হবে মেঘা নিলাম। প্রতিটি দল ধরে রাখা খেলোয়াড়দের দামসহ মোট ১২০ কোটি রুপির খেলোয়াড় কিনতে পারবে।</p>