<p>দীর্ঘ তিন বছর পর ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন এভিন লুইস। প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। গতকাল টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েই যাচ্ছিলেন। তবে ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। </p> <p>ওয়েস্ট ইন্ডিজের জয় যখন ১৩ রানে দূরে ঠিক তখনই ব্যক্তিগত ৯৪ রানে আউট হন লুইস। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে আদিল রশিদের বলে লং অফে জ্যাকব বেথেলের হাতে তালুবন্দি। অন্যথা সেঞ্চুরিটা তার প্রাপ্যই ছিল। সেঞ্চুরি মিস করলেও তার তাণ্ডবে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।</p> <p>ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫৭ রানের ব্যাটিংয়ে নেমে ১৩৬.২৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করে একাই ম্যাচ জিতিয়েছেন লুইস। ৬৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৮ ছক্কায়। এর আগে অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ৪৮ রানে সৌজন্যে ২০৯ রান করে ইংল্যান্ড। প্রতিপক্ষকে অল্পতে অলআউট করতে অবদান রেখেছেন গুদাকেশ মোতি। ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।</p>