<p>ঘরের মাঠে ভারতের যে দাপট ছিল তা গুঁড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে ১৮ টেস্ট সিরিজ জয়ের পর হারের স্বাদ পেয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সিরিজ হারানো ভারত এখন ধবলধোলাই হওয়ার সামনে।</p> <p>এমন বিব্রতকর মুহূর্ত এড়াতে হলে ঘুঁরে দাঁড়াতে হবে ভারতকে ওয়াংখেড়ে টেস্টে। সেই লক্ষ্যে নেমে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছেন রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দর। দুজনের ঘূর্ণিতে ২৩৫ রানে প্রথম ইনিংসে অলআউট নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ফিফটি পেয়েছেন ড্যারি মিচেল (৮২) ও উইল ইয়ং (৭১)। সুন্দরের ৪ উইকেটের বিপরীতে ৫ উইকেট নিয়েছেন জাদেজা।</p> <p>ক্যারিয়ারে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জাদেজা। তাতে পাশে বসেছেন আরেক বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির। সমান ১৪বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় কিংবদন্তিও। ৩৭ বার ৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন।</p> <p>বিষেনকে ছাড়িয়ে যেতে না পারলেও আরেক পূর্বসূরি ও এক সময়কার সতীর্থ জহির খান ও ইশান্ত শর্মাকে ঠিকই ছাড়িয়ে গেছেন জাদেজা। কিউই ব্যাটার গ্লেন ফিলিপসকে বোল্ড করে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী এখন জাড্ডু। পরে আরও দুই উইকেট নিয়ে বাঁহাতি অলরাউন্ডের উইকেট সংখ্যা এখন ৩১৪।</p> <p>অন্যদিকে ৩১১ উইকেট নিয়ে যৌথভাবে ছয়ে ভারতের দুই পেসার জহির ও ইশান্ত। ৬১৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। এই টেস্টে হরভজন সিংকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জাদেজা। ৪১৭ উইকেট নিয়ে ৩৫ বছর বয়সী স্পিনারের সামনে আছেন ভাজ্জি। </p>