<p>চোট কাটিয়ে আল হিলালের হয়ে মাঠে নেমেছেন নেইমার। তবে দেশের জার্সিতে মনে হচ্ছে না তার অপেক্ষার শেষ হচ্ছে। কারণ সদ্য ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে জায়গা হয়নি তার। </p> <p>চোটের কারণে এক বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এ মাসের বাছাই পর্বের ম্যাচ দিয়ে ব্রাজিল দলে ফেরার কথা ছিল নেইমারের। কিন্তু সেই অপেক্ষা এ বছর আর শেষ হচ্ছে না।</p> <p>নেইমারকে নিয়ে তাড়াহুড়ো করতে চান বলেই তাকে দলে রাখেননি দরিভাল। এ ছাড়া আল-হিলাল থেকেও তাকে দলে না রাখার অনুরোধ ছিল। সব ঠিক থাকলে আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমার ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।</p> <p>ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ফিরেছেন দলে। চমক দিয়ে জায়গা পেয়েছেন নটিংহাম ফরেস্টের মুরিলোও। </p> <p>বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর উরুগুয়ের মাঠে নামবে দলটি। বাছাই পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। </p> <p><strong>ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড</strong><br /> গোলরক্ষক : বেন্তো, এডারসন, ওয়েবারটন।</p> <p>রক্ষণভাগ : দানিলো, ভেন্ডারসন, এবনের, গিলের্মো আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।</p> <p>মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।</p> <p>আক্রমণভাগ : এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।</p>