<p style="text-align:justify">অক্টোবরে মাঠে গড়ানোর কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু মাঠ সংকট ও ক্লাবগুলোর দাবিতে মৌসুম পেছাতে হয়েছে পেশাদার লিগ কমিটিকে। তাতে ফুটবলারদের মাঠে ফেরাও পিছিয়েছে, এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক মঞ্চে। এএফসি চ্যালেঞ্জ লিগের আগে বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরিও তিতা ম্যাচ প্রস্তুতির অভাব অনুভব করেছিলেন।</p> <p style="text-align:justify">জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও তেমনটাই অনুভব করছেন। এই স্প্যানিয়ার্ডের মতে, ফুটবলাররা খেলার মধ্যে থাকলে নিজেদের অবস্থান আরো স্পষ্ট হতো।</p> <p style="text-align:justify">১৩ ও ১৬ নভেম্বর কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটারই প্রস্তুতি নিতে ১৬ জনের আংশিক দল নিয়ে গতকাল দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ।</p> <p style="text-align:justify">এক ফাঁকে কাবরেরা কিছুটা আক্ষেপ নিয়েই বলেছেন, ‘আমরা আশা করেছিলাম, নভেম্বরের উইন্ডোর আগে পাঁচ-ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে কাজে লাগাতে। এখন ম্যাচ খেলতে না পারায় অনেক খেলোয়াড়কেই আমরা সেভাবে তৈরি হিসেবে পাইনি। নিশ্চিতভাবেই লম্বা সময় ধরে খেলা না থাকায় জাতীয় দলের জন্য ভালো হয়নি। তবে চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার, যাতে মালদ্বীপের বিপক্ষে ভালো ফল পাওয়া যায়।’</p> <p style="text-align:justify">আগামী বছরের মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ড্রতে তিন নম্বর পটে থাকতে হলে দুটি ম্যাচেই মালদ্বীপকে হারাতে হবে। কাবরেরাও তেমনটাই আশা করছেন, ‘আমরা আরেকটা সুযোগ পেয়েছি ওই পটে (পট-৩) যাওয়ার। যদি কাঙ্ক্ষিত ফল না পাই, তাহলে সেখানে যেতে পারব না। আমাদের বিশ্বাস, যেটা আমরা অর্জন করতে চাই, সেটা পারব।</p> <p style="text-align:justify">নিজেদের মাঠে খেলব, প্রতিপক্ষকেও আমরা ভালোভাবে জানি। অবশ্যই কঠিন চ্যালেঞ্জ হবে, তবে গুরুত্বপূর্ণ কিছু অর্জনের আরেকটি সুযোগ আমাদের সামনে আছে।’</p>