<p style="text-align:justify">নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারত। মুম্বাইয়ে সিরিজের শেষ ম্যাচেও হারের শঙ্কায় পড়েছে দলটি। </p> <p style="text-align:justify">তৃতীয় টেস্টে শেষ ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানেই ৫ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল। আউট হওয়া পাঁচ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান ১১। ব্যর্থ হয়েছেন রোহিত ও কোহলি। আগের ইনিংসে ৯০ রান করা শুবমান গিলও আউট হয়েছেন দ্রুতই। </p> <p style="text-align:justify">গতকাল দ্বিতীয় দিন শেষে  ৯ উইকেটে ১৭১ রান নিউজিল্যান্ড আজকের দিনের  শুরুতেই গুটিয়ে যায়। ১৭৪ রান তুলে লিড নেয় ১৪৬ রানের। সেই রানও কঠিন হয়ে উঠেছে ভারতের। </p> <p style="text-align:justify">এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৫১। হাতে আছে ৫ উইকেট। জেতার জন্য দরকার আরো ৮৬ রান। ২৮ রানে পন্ত ও ৬ রানে জাদেজা ব্যাটিংয়ে অপরাজিত। </p> <p style="text-align:justify">৩টি উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।</p> <p style="text-align:justify">ভারত ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল। আজকের ম্যাচে হারলে সেই লজ্জার রেকর্ড আবার ফিরে আসবে। এর আগে ১২ বছর পর ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত। <br />  </p>