<p>নাসুম আহমেদ তার শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এক বছর আগে গত ওয়ানডে বিশ্বকাপে। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর থেকে আর দলে সুযোগ পাননি এই স্পিনার। তার জাতীয় দলে না থাকার কারণ হিসেবে অনেকে চন্ডিকা হাথুরাসিংহের বিরাগভাজন হয়ে উঠার কথা বলেন। </p> <p>আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সদ্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। তিনি যেন হতাশায় না ভোগেন সে কারণেই তাকে সুযোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।</p> <p>গতকাল শনিবার (২ নভেম্বর) নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নাসুমের দলে ফেরা নিয়ে জানিয়েছেন , “আমাদের মনে হয়েছে, নাসুমকে আবার চেষ্টা করে দেখতে পারি। নাসুম অনেক দিন জাতীয় দলে নেই। গত বিশ্বকাপে (ওয়ানডে) খুব একটা ভালো করেনি। তবে অনেক পরিশ্রম করে যাচ্ছে। আমাদের টাইগার্স পোগ্রামে অনেক খেটেছে। আমরা কাছ থেকে পর্যবেক্ষণও করেছি। দিনের পর দিন সুযোগ না পেলে আশাহত হয়ে যেতে পারে। আমরা ভেবেছি, আরেকটা সুযোগ দিয়ে দেখতে পারি।”</p> <p>এছাড়া দলে সুযোগ হয়েছে নাহিদ রানার। তবে টেস্টের ক্লান্তি দূর করতে তাইজুল ইসলাম ও হাসান মাহমুদকে দলে বিবেচনা করা হয়নি বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক।</p>