<p>নতুন অধিনায়কের নেতৃত্বে যেন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বের অধ্যায় শুরু হবে। পথচলার প্রথম ম্যাচেই আবার একাদশ ঘোষণা করেছে ম্যাচ শুরুর একদিন আগে।</p> <p>সাধারণত টেস্ট সংস্করণে এমনটা এখন প্রায়ই দেখা যায়। ম্যাচ শুরুর একদিন বা দুই দিন আগে দলগুলো নিজের একাদশ জানিয়ে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও পাকিস্তান তেমন কিছুই করেছিল। আর ইংল্যান্ড তো প্রায় প্রতিটি ম্যাচের আগেই করে। টেস্টের সেই ধারাবাহিতকা বজায় রেখে এবার একদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ ঘোষণা করেছে।</p> <p><iframe align="middle" frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/TheRealPCB/status/1852931336211976584" width="300"></iframe></p> <p>প্রায় এক বছর ওয়ানডে খেলতে নামা পাকিস্তান আবার একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেয়নি। মেলবোর্নে ৪ পেসার নিয়ে মাঠে নামবে রিজওয়ানের নেতৃত্বাধীন দল। সেই চার পেসার হচ্ছেন- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। ২ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার হাসনাইন। তার সঙ্গে একই সময়ের ব্যবধানে ফিরেছেন ব্যাটার কামরান গুলামও।</p> <p>সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ খেলেছিল পাকিস্তান। এক বছর পর আবারও ওয়ানডে খেলতে নেমে পাঁচ পরিবর্তন এনেছে দলে। এতে করে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে ওপেনার সাইম আইয়ুব ও অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। অন্য ব্যাটাররা হচ্ছেন-আবদুল্লাহ শফিক, বাবর আজম, রিজওয়ান, সালমান আগা।</p> <p>পাকিস্তানের একাদশ-</p> <p>আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম, সালমান আগা, ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।<br />  </p>