<p>ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষের কাছে তিন বা তার বেশি টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। সব মিলিয়ে এটি দ্বিতীয় ঘটনা। ২৪ বছর আগে দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছিল ভারত। ভারতের বিব্রতকর রেকর্ডের টেস্টে আরোও কিছু রেকর্ড বা মাইলফলক হয়েছে। চলুন দেখে নেওয়া যাক-</p> <p><span style="color:#2ecc71"><strong><span style="font-size:48px">১</span></strong></span></p> <p>টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার চার ইনিংসে ৫ উইকেট করে নেওয়ার কীর্তি গড়েছেন দুই বাঁহাতি স্পিনার। রবীন্দ্র জাদেজার ৫/৬৫ ও ৫/৫৫ বিপরীতে এজাজ প্যাটেল নিয়েছেন ৫/১০৩ ও ৫/৫২।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="33" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/জাদেজা.jpg" width="1000" /> <figcaption>টেস্টে প্রথমবারের মতো উভয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রবীন্দ্র জাদেজা। ছবি : ক্রিকইনফো</figcaption> </figure> </div> <p><span style="color:#2ecc71"><strong><span style="font-size:48px">১</span></strong></span></p> <p>টেস্ট ক্যারিয়ারে প্রথমবার উভয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসের ৫/৬৫ বিপরীতে দ্বিতীয় ইনিংসে নিয়েছে ৫/৫৫।</p> <p><span style="color:#2ecc71"><span style="font-size:48px"><strong>২</strong></span></span></p> <p>প্রতিপক্ষকে কম রানের লক্ষ্য দিয়েও জয় পাওয়ার তালিকায় দুইয়ে নিউজিল্যান্ডের ওয়াংখেড়ে টেস্ট জয়। ভারতকে ১৪৭ রানের লক্ষ্য দিয়ে ২৫ রানের জয় পেয়েছে কিউইরা। ১৯৭৮ সালে ওয়েলিংটনে ইংল্যান্ডকে সর্বনিম্ন ১৩৭ রানের লক্ষ্য দিয়ে ৭২ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড।</p> <p><span style="color:#2ecc71"><span style="font-size:48px"><strong>২</strong></span></span></p> <p>২০০ রানের নিচে লক্ষ্য পেয়েও জিততে না পারার তালিকায় ওয়াংখেড়ের পরাজয় ভারতের দ্বিতীয়। ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে হেরেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ১৯৯৭ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতের ৩৮ রানের হারটি শীর্ষে রয়েছে।</p> <p><strong><span style="color:#2ecc71"><span style="font-size:48px">৩</span></span></strong></p> <p>নিউজিল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এজাজ প্যাটেল। তার আগে এই কীর্তি গড়েছেন ড্যানিয়েল ভেট্টোরি (২ বার) ও মিচেল স্যান্টনার (১ বার)। প্রথম ইনিংসে ১০৩ রানে ৫ উইকেট নেন প্যাটেল। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে নেন ৫৭ রানে ৬ উইকেট। মোট ১১ উইকেট নিয়ে কিউইদের তৃতীয় বোলার হিসেবে একই টেস্টে একাধিকবার কমপক্ষে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি স্পিনার (২ বার)। অন্য দুইজন হচ্ছেন- পেসার রিচার্ড হ্যাডলি (৯ বার) ও স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি (৩ বার)</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="22" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/এজাজ.jpg" width="1000" /> <figcaption>ভারতের মাটিতে সফরকারী বোলার হিসেবে নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এজাজ প্যাটেল। ছবি : ক্রিকইনফো</figcaption> </figure> </div> <p><span style="color:#2ecc71"><strong><span style="font-size:48px">২৫ </span></strong></span></p> <p>ভারতের মাটিতে নির্দিষ্ট কোনো মাঠে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামকে (২২) ছাড়িয়ে ওয়াংখেড়েকে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল।</p>