<p>নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরেই কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন পিটার বাটলার। নেপালে দলকে চ্যাম্পিয়ন করেই ইংল্যান্ড কোচ জানিয়েছিলেন, নেপালের বিপক্ষে সাফের ফাইনালই শেষ ম্যাচ।</p> <p>তবে বাটলারকে হাতছাড়া করতে রাজি নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাটলারকে ধরে রাখতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সদ্য নির্বাচিত সদস্য মাহফুজা আক্তার কিরণ। বাটলারকে সেরা কোচ বলে সাবেক নারী ফুটবল উইংয়ের প্রধান বলেছেন, ‘কোচকে আমি বলেছি, আমার সাথে বসে তোমার যে সিদ্ধান্ত সেটা জানাবে। আমার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা তাঁকে রাখতে চাই। অনেক ভালো কোচ। বাংলাদেশে এ যাবৎ যত কোচ এসেছে সে সেরা কোচ ‘</p> <p>বর্তমানে ইংল্যান্ডে আছেন বাটলার। তার সঙ্গে কথা হয়েছে জানিয়ে কিরণ আরও বলেছেন, ‘<br /> যত কোচ আসছে, অধিকাংশই বই পড়ে কোচ হয়েছে। উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোচ। প্রার্থক্য এখানেই। আমরা চেষ্টা করব তাঁকে রাখতে। আমি তাঁকে মেসেজ দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছে।’</p> <p>বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের পদ ছাড়লেও বাফুফের সঙ্গে কাজ করার কথা জানিয়ে রেখেছেন বাটলার। সরে যাওয়ার ঘোষণার দিনই তিনি জানিয়েছিলেন, বাফুফের এলিট একাডেমিতে আবার কাজ করতে চান। গত মার্চে বাংলাদেশের কোচ হওয়ার আগে এলিট একাডেমির কোচ ছিলেন তিনি। এখন দেখার বিষয় বাংলাদেশে ফেরার পর বাটলারের মন গলে কিনা।</p> <p>কোচের পদ ছাড়ার বিষয়ে কালের কণ্ঠকে বাটলার বলেছিলেন, ‘মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। এটাই আমার শেষ ম্যাচ ছিল।'</p> <p>বাটলারের অধীনে এবার শিরোপা ধরে রাখার মিশনে গিয়েছিল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে পেয়ে মিশনেও সফল হয়েছে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে টানা দ্বিতীয় নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছে তারা। এর আগে ২০২২ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।</p>